মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঝাড়ফুঁকের আড়ালে নৃশংসতা: ধর্ষণে ব্যর্থ হয়ে কুবি শিক্ষার্থী ও মাকে হত্যা

কুবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

ধর্ষণে ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকারী মোবারক হোসেন (২৯) পেশায় একজন কবিরাজ এবং মাদ্রাসার খাদেম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এক প্রেস ব্রিফিংয়ে বিষয়গুলো তুলে ধরেন।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোবারক হোসেন (২৯)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিরপুর গ্রামের মৃত আব্দুল জলিলের সন্তান। ঢাকা পালিয়ে যাওয়ার পথে দুর্গাপুর থেকে সোমবার তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ব্রিফিংয়ে জানানো হয়, জিজ্ঞাসাবাদে মোবারক হোসেন স্বীকার করে যে নিহত তাহমিনা বেগমের মেয়ে সুমাইয়া আফরিন কথিতভাবে ‘জ্বীনে ধরার’ সমস্যায় ভুগছিলেন। এজন্য তাহমিনা বেগম মেয়েকে নিয়ে বাবুস সালাম জমিরিয়া মাদ্রাসার ইলিয়াস হুজুরের কাছে ঝাড়ফুঁক করাতে যেতেন। সেই সূত্রে আসামি মোবারক হোসেনের সঙ্গে তাহমিনার পরিচয় হয় এবং তিনি মোবারককে বাসায় এসে মেয়ের ওপর ঝাড়ফুঁক করার অনুরোধ জানান।

এরপর আসামি একাধিকবার নিহতের বাসায় গিয়ে সুমাইয়া আফরিনকে ঝাড়ফুঁক করেন। প্রায় এক মাস ধরে তিনি নিয়মিতভাবে ওই বাড়িতে যাতায়াত করছিলেন।

ঘটনার দিন সকাল সাড়ে আটটার দিকে মোবারক একটি কমলা রঙের শপিং ব্যাগ ও একটি কালো ব্যাগ নিয়ে নিহতের বাসায় প্রবেশ করেন। সেদিনও তিনি সুমাইয়াকে ঝাড়ফুঁক করেন এবং বাসায় পানি ছিটিয়ে দেন। সকাল ১১টা ২৩ মিনিটে বাসা থেকে বের হয়ে ১১টা ৩৪ মিনিটে আবার বাসায় ফিরে আসেন। ফিরে এসে দেখেন, তাহমিনা বেগম নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছেন। এরপর তিনি সরাসরি সুমাইয়া আফরিনের কক্ষে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় তাহমিনা বেগম ঘটনাটি দেখে ফেলেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে মোবারক তাহমিনা বেগমকে কক্ষে নিয়ে গিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনি পুনরায় সুমাইয়ার কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করলে প্রতিরোধের মুখে সুমাইয়াকেও গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন।

পুলিশ আরও জানায়, আসামির কাছে থেকে চুরি করা চারটি মোবাইল, একটি ল্যাপটপ, মোবাইল ও ল্যাপটপের চার্জার উদ্ধার করা হয়েছে। এছাড়া আসামি নিহতের বাসায় যে কমলা রঙের ব্যাগ নিয়ে প্রবেশ করেছিলেন, তা তাঁর বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, “প্রেস রিলিজে যা বলা হয়েছে তাই-ই। তদন্তের স্বার্থে এর বাইরে আর কিছু বলা যাচ্ছে না।”

উল্লেখ্য, সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা শহরের কালিয়াজুরীর ভাড়া বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নেপালে জেন-জি বিক্ষোভ: সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের

নেপালজুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন আগুন ধরিয়ে দিয়েছেন। এছাড়া দেশটির একের পর এক...

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তার 

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে জেলার কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে...

আশুগঞ্জে সীমানা গেজেট বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন সবসময়ই অবহেলিত বলে অভিযোগ স্থানীয়দের। এর মধ্যেই নতুন করে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ আসনে অন্য উপজেলার দুটি ইউনিয়ন যুক্ত করা হয়েছে...

দক্ষিণ আফ্রিকায় নিজ প্রতিষ্ঠানে খুন মিরসরাইয়ের প্রবাসী জহির

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিজ প্রতিষ্ঠানে নিহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রবাসী মো. জহির উদ্দিন (৪২)।সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে দেশটির মেফ্লাউরের পুবালাঙ্গা এলাকায় এ...

সম্পর্কিত নিউজ

নেপালে জেন-জি বিক্ষোভ: সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের

নেপালজুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেন্ট ও...

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তার 

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ...

আশুগঞ্জে সীমানা গেজেট বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন সবসময়ই অবহেলিত বলে অভিযোগ স্থানীয়দের। এর মধ্যেই নতুন করে ষড়যন্ত্রের অংশ...