ঝালকাঠির নলছিটিতে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা মা ও ছেলে বলে জানা গেছে।
রোববার ( ৬ এপ্রিল) সকালে মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে একটি বাগানের রেন্ট্রি গাছের সঙ্গে রশি দিয়ে তাদের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল।
তাদের পরিচয় জানা যায়- রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫০) ও তার ছেলে আসাদ হোসেন (৩৫)।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের পেছনের একটি রেন্ট্রি গাছে মা ও ছেলের মরদেহ একই রশিতে ঝুলতে দেখে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।’
এসআই বেলায়েত হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হানিফ মাঝি বলেন, একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ রয়েছেন। তাদের দাবি আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রাখছে। একারণে তার ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে এবং বিভিন্ন হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেছে একারণে আমার স্ত্রী ও আমার ছেলে আত্মহত্যা করেছে।
স্থানীয়দের ভাষ্য, রুবি বেগমের ছেলে আসাদ মাঝির সঙ্গে একই এলাকার বিবাহিত এক মহিলার পরকীয়া প্রেম ছিল। কিছুদিন আগে ওই মহিলা বাড়ি ছেড়ে অজানা কোনো স্থানে চলে যায়। ওই মহিলাকে এনে দেওয়ার জন্য তার ভাইয়েরা আসাদ ও তার পরিবারের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করাসহ ভয়-ভীতি দেখাচ্ছিলেন। তাদের মতে, মা ও ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল।