ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রুবেল হাওলাদার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৯ মার্চ) দুপুরে প্রতাপ গ্রামের হাজীবাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। নিহত রুবেল হাওলাদার ওই এলাকার মোকাব্বের হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটর দিয়ে পুকুরের পানি সেচ করছিলেন রুবেল। এ সময় অসাবধানতা বসত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।