ঝালকাঠির নলছিটি উপজেলায় মাহিন্দ্রা ও অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
শনিবার (৩ মে) বেলা ১১ টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের উপজেলার পশ্চিম দপদপিয়া বকুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাকেরগঞ্জ থেকে বরিশালগামী একটি মাহেন্দ্র যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থেমে থাকা একটি অটোরিকশার ওপর উঠে যায়। এতে মাহেন্দ্রটি উল্টে গেলে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হয় ও বরিশাল শেবাচিম কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— বাকেরগঞ্জ উপজেলার ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো. শামীম (৫০) ও একই উপজেলার মৃত ইঙ্গল হাওলাদারের ছেলে মো. হাসেম হাওলাদার (৭০)।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহেন্দ্রচালক পালিয়ে যায়, পুলিশ গাড়িটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।