ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার খায়রুল ইসলামের স্ত্রী লামিয়া আক্তার (২১) বিষপান করে আত্মহত্যা।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বোর্ড অফিস এলাকার বজলুলের ছেলে খায়রুলের সঙ্গে লামিয়ার দ্বিতীয় বিয়ে হয় ভালোবেসে। খায়রুল ঢাকায় চাকরি করে লামিয়ার সাবেক স্বামী তাদের পুরাতন দিনের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। খায়রুল ও লামিয়ার মাঝে এ নিয়ে গত (১ মার্চ শনিবার) রাতে বকাবিতান্ড হয় মোবাইল ফোনে। পরদিন (২ মার্চ রবিবার) সকালে লেবুবুনিয়া বাজারে গিয়ে চালের কিটনাশক ঔষধ কিনে আনে লামিয়া এবং বাসায় ফিরে শ্বাশুড়িকে বলে আমার রুমে যেন কেউই না আসে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শ্বাশুড়ি বাইরে গেলে কোন এক সময় লামিয়া কীটনাশক ঔষধ সেবন করে। ফিরে এসে লামিয়াকে বমি করতে দেখে বমির কারণ জানতে চাইলে আমি চালের ঔষধ খেয়েছি আমাকে হাসপাতালে নিয়ে চলেন বলে লামিয়া। পরে শ্বশুর ও শ্বাশুড়ি মিলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করে।
এ বিষয় রাজাপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।