নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঝালকাঠি পৌর শহরের সভাপতি ও সাবেক পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারকে গ্ৰেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর নিকেতন সোসাইটি (গুলশান-১) এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্র জানিয়েছে, লিয়াকত আলীকে বিএনপির পল্টন অফিসে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলারও আসামি তিনি।
একই রাতে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন ফরাজীকেও রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ৩ আগস্ট রাত ৯টা পর্যন্ত আমরা লিয়াকত আলী গ্রেপ্তার হওয়ার বিষয়ে কোনো কাগজপত্র পাইনি। তবে বিস্ফোরক আইনের মামলায় তিনি আমাদের থানায় আসামি।
ডিএমপি বলছে, গ্রেপ্তার হওয়া নেতারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংশ্লিষ্ট কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাদের সঙ্গে দেশের বিভিন্ন স্থানের আরও ২১ জন নেতাকর্মী আটক হয়েছেন।
জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির জেলা প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, যারা নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রশাসন এখনও নিষ্ক্রিয় কেন, তা বোধগম্য নয়। সব অপরাধীর বিচার চাই।
উল্লেখ্য, লিয়াকত আলী তালুকদার ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝালকাঠি পৌর সভাপতি এবং ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ছিলেন। মেয়র থাকাকালীন সময় রাজনৈতিক বিতর্কেও জড়িয়েছিলেন তিনি।