বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ঝালকাঠি সদর, নলছিটি এবং কাঠালিয়া উপজেলায় ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
ঝালকাঠি সরকারি কলেজের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দিনে নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সামনে জেলা ছাত্রদলের আওতাধীন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সমবেত হন।
এ সময় ছাত্রদল নেতা গজল খলিফা, হিমেল রাকিব আহমেদ, রাতুল গাজী, জিয়া, সানি, জিসান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অন্যদিকে কাঠালিয়ায় সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজে আয়োজিত কর্মসূচিতে বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম তুষার মুন্সী, কাঠালিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তালাশ আকন ও শৌলজলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খালিদ মুন্সী।
সমাবেশে বক্তারা বলেন, “২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে আমরা একটি পরিবর্তনের আশা নিয়ে এগিয়ে গিয়েছিলাম। চেয়েছিলাম নতুন ধারার একটি রাজনীতি। কিন্তু ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে পারভেজের নির্মম হত্যাকাণ্ড আমাদের হতবাক করেছে। আমরা দেখতে পাচ্ছি, এই হত্যাকাণ্ডের পরও কোনো জোরালো প্রতিবাদ হয়নি। তাই আজ আমাদের রাস্তায় দাঁড়াতে হয়েছে।”
তারা আরও বলেন, “আমরা দেশে আর কোনো মায়ের কোল খালি হতে দিতে চাই না। পারভেজ হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।”
প্রতিটি উপজেলায় সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন এবং সকলেই হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।