জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতা দমনে সারাদেশ জুড়ে পরিচালিত ‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযানে ঝালকাঠি জেলার নলছিটি ও রাজাপুর উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে নলছিটির ভৈরবপাশা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন-ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল (৫৮) ও মগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকার যুবলীগ সদস্য শফিকুল ইসলাম (৩৭)। মোস্তফা কামাল এলাকায় কামাল ব্যাপারী নামে পরিচিত ও শফিকুল ইসলাম শহিদুল ইসলামের ছেলে।
এছাড়াও শনিবার সকালে ১১টার দিকে নলছিটি ডিগ্রি কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি মোত্তাকি বিল্লাহকে (৪৫) গ্রেপ্তার করে নলছিটি থানা-পুলিশ। তিনি নলছিটি থানা সড়কের মৃত মাওলানা মোজাফফর হোসেনের ছেলে।
নলছিটি থানার ওসি মো. আবদুস সালাম জানান, বিশেষ অভিযান অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং শনিবার যাকে আটক করা হয়েছে তাকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
অপর দিকে অপারেশন অংশ হিসেবে শনিবার রাত ৯টার দিকে রাজাপুর উপজেলার পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রাজাপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. সবুর হাওলাদারকে আটক করে রাজাপুর থানা-পুলিশ। তার বিরুদ্ধে ঝালকাঠি জেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, আগের করা মামলায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।