বুধবার, ২ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহে জাসদ কর্তৃক হত্যাকান্ডের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ-মিছিল

জাবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

ঝিনাইদহে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনী কতৃক ৩ জনকে হত্যা ও সারাদেশে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করেন তারা।

মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা -‘বামপন্থী সন্ত্রাসবাদ, নিপাত যাক নিপাত যাক; লাল সন্ত্রাসের ঠিকানা, বাংলাদেশে হবে না; বামপন্থী জঙ্গিরা, হুশিয়ার সাবধান; রেড কার্ড রেড কার্ড, লাল সন্ত্রাসকে রেড কার্ড; লাল সন্ত্রাসীরা মানুষ মারে ইন্টেরিম কি করে; লাল সন্ত্রাসের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সংক্ষিপ্ত সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসনের সঞ্চালনায় নগর ও অঞ্চল বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সোয়াইব হাসান বলেন, গতকাল উগ্রবাদ এবং জঙ্গিবাদী লাল সন্ত্রাসীদের হাতে ৩ জন মানুষ নির্মমভাবে খুন হয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর এদেশের মানুষ, দেশের মানুষের ভবিষ্যৎ আমরা কোন লাল সন্ত্রাসের হাতে তুলে দিতে পারি না। বরং এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি থাকবে।আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতিপয় শিক্ষার্থীরা লাল সন্ত্রাসের ঘোষণা দিচ্ছে। আমরা চাই গত কালকের এই হত্যাকান্ডে তাদের কোন ভূমিকা আছে কিনা আইন-শৃঙ্খলা বাহিনী যাতে সেটিও তদন্ত করে দেখে।জাহাঙ্গীরনগরে এই সন্ত্রাসদের আনাগোনা সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।

এসময় শাখা শিবিরের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তৌহিদ হাসান বলেন, বর্তমানে আইন- শৃঙ্খলার অবনতি দেশের প্রশাসনিক ব্যবস্থাকে কলুষিত করছে। ধর্ষণ, গুম-খুন বেড়েই চলছে।গতকাল জিনাইদহে জাসদ নেতা কর্তৃক ৩ জনকে নির্মমভাবে হত্যা কেবল একটি সাধারণ হত্যাকাণ্ড নয় বরং এটি আদর্শিক জায়গা থেকে একটি সন্ত্রাসবাদ কায়েমের প্রচেষ্টা। যেটি তারা চীন, কিউবাসহ বিভিন্ন দেশে ঘটিয়েছে। সুতরাং ইন্টেরিম সরকারকে বলবো দেশের স্বার্থে এই লাল সন্ত্রাসের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ’ঝিনাইদহে সন্ত্রাসী সংগঠন জাসদ গণবাহিনী কর্তৃক হত্যাকান্ড ঘটানোর পর তারা আবার দায় স্বীকার করে সেটি অনলাইনে প্রকাশ করেছে। এই ধরণে কার্যক্রম দেশের মানুষের জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। আমরা সংস্কার চাই, কিন্তু তার আগে চাই জীবনের নিরাপত্তা। অতিসত্তর আইন-শৃঙ্খলার উন্নতি না হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস ঘেরাও করতে বাধ্য হবো।’

উল্লেখ্য, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলীসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু। এবং দায় স্বীকার করে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে সেটি প্রচার করেন তিনি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে ব্যাংককে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথমবারের...

হাসিনার গণহত্যা মামলার খসড়া প্রতিবেদন জমা, মিলেছে অপরাধের প্রমাণ

গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গণহত্যা চালান সেই মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে।...

মাদক সেবন নিয়ে সিরাজগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে মাদক সেবনকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামে এই...

দিল্লিতে বসে হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: অ্যাটর্নি জেনারেল

ফ্যাসিবাদের বিচার বাংলাদেশে হবেই। দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। কোনো অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল...

সম্পর্কিত নিউজ

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে ব্যাংককে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও...

হাসিনার গণহত্যা মামলার খসড়া প্রতিবেদন জমা, মিলেছে অপরাধের প্রমাণ

গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গণহত্যা চালান সেই...

মাদক সেবন নিয়ে সিরাজগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে মাদক সেবনকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে ১০ জন...