প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কে ‘বর্ষসেরা ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেছে টাইমস ম্যাগাজিন। সেই সাথে ‘ইউক্রেনের অনুপ্রেরণা’ হিসেবেও ভূষিত করা হয়েছে তাকে।
‘সাহস একটি সংক্রামক জিনিস’ এই সত্যই মূলত যুদ্ধকালীন নেতা হিসেবে জেলেনস্কির সাফল্য এনে দিয়েছে বলে জানিয়েছে বিশ্বখ্যাত ম্যাগাজিনটি।
ভ্লাদিমির জেলেনস্কি প্রসঙ্গে এতে বলা হয়, ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরুতেই ইউক্রেনের রাজনৈতিক নেতৃত্বই এই সত্যটিকে আরো ছড়িয়ে দিয়েছে। কারণ সবাই বুঝতে পেরেছিল যে প্রেসিডেন্ট জেলেনস্কি চারদিক থেকে আটকে গেছেন’।
ইউক্রেনে রুশ বাহিনীর হামলা ও তার ফলে দেশটির অনিশ্চিত পরিণতির দিকে এগিয়ে যাওয়া সত্ত্বেও ভলোদিমির জেলেনস্কি যেভাবে তার দেশ ও জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, তাতে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে ‘কোনো বেগ পেতে হয়নি’ বলে এক বার্তায় জানিয়েছেন টাইম সাময়িকীর শীর্ষ সম্পাদক এডওয়ার্ড ফেলসেন্থাল
উল্লেখ্য, এর আগে ২০২১ সালে টাইমস ম্যাগাজিন ইলন মাস্ককে বর্ষসেরা ব্যক্তির উপাধি প্রদান করেছিল।