বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

টাকার সংস্থান করে দেশের মানুষকে বাঁচাতে হবে:জিএম কাদের

-বিজ্ঞাপণ-spot_img

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, টাকার সংস্থান করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে।আমরা দ্রব্যের দাম বেশি নিয়ে কথা বলছি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে রংপুর  নগরীর দর্শনা এলাকায় জাপার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এমনটা জানান৷

জিএম কাদের বলেন, দেশের যে ভয়াবহ অবস্থা তাতে করে সরকারকে এখনই এগিয়ে আসতে হবে। তা নাহলে মূল্যস্ফীতি যেভাবে হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে তাদের দুবেলা খাবার জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে দেশ ভয়াবহ দুর্ভিক্ষের মতো বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে।

জাতীয় পার্টিতে ভাঙনের সুর দেখা যাচ্ছে– বলে জাপার সাবেক মহাসচিব রাঙার এমনই এক বক্তব্য নিয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি বিভক্ত হয়নি বরং দলের নাম ব্যবহার করে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের কথার কোন গুরুত্ব নেই আমাদের কাছে। এককভাবে আমাদের যে রাজনৈতিক শক্তি ও অবস্থান আছে, সেটিকে আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের একটা অতীত আছে।

তিনি বলেন, অতীতে যেরকম সুশাসন আমরা দিয়েছিলাম, পরবর্তীতে কোনো সরকার সেরকম দিতে পারিনি। আমরা এখন সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে জনগণের সামনে হাজির হচ্ছি। আমরা এভাবে নিজেকে শক্তিশালী করার চেষ্টা করছি। নির্বাচনের আগে অবস্থা ও পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব।

জাপা চেয়ারম্যান দাবি করেন ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার ভাষ্যমতে, আমরা আগে থেকেই বলে আসছি ইভিএমে কারচুপি হতে পারে। ইভিএমের মাধ্যমে সরকারি দল প্রভাব বিস্তার করে রেজাল্ট ছিনতাই করতে পারে। সাধারণ নির্বাচনে সরকারি দল এখন প্রতিনিধিত্ব করছে, সরকারি দলের অধীনে সব কিছু থাকায় তারা ক্ষমতা দেখিয়ে থাকে।

ভোটের রেজাল্ট নিজের পক্ষে নিয়ে যেতে পারে উল্লেখ করে তিনি আরও জানান, এসব কথা আমরা সবসময় বলে আসছি। এর আগেও আমরা যে কথাগুলো বলেছিলাম, সেগুলো সত্য প্রমাণ হয়েছে। ইভিএমে সুষ্ঠু ভোট হয় না, এবার নতুন নির্বাচন কমিশনার নিজেই বলেছেন। গাইবান্ধা উপনির্বাচনে সেটা প্রমাণ হয়েছে।

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, জনগণ যেন জীবিকা নির্বাহ করতে পারে, সে মহার্ঘ্য ভাতা দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রেশন কার্ডের  মাধ্যমে বা অন্য কোনোভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরকার দিতে পারে। প্রধানমন্ত্রী কিছু দিন আগেও বলেছেন খাদ্য সংকটের মাধ্যমে দেশে দুর্ভিক্ষ হতে পারে। এটা মোকাবিলায় সরকারকে এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার।

তিনি জানান, মহার্ঘ্য ভাতা প্রদান ছাড়াও ন্যায্যমূল্যে জনগণকে নিত্যপ্রয়োজনীয় পৌঁছে দেওয়াটার দাবি আমরা করছি। আমরা আগেই অর্থ সংকটসহ দুর্ভিক্ষ হবার মতো পরিস্থিতির আভাস পেয়েছি।অর্থনৈতিক প্রভাব যেভাবে সাধারণ মানুষের ওপর পড়ছে, তাতে ব্যয় বেড়েই চলছে।

‘এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের জীবনযাপন, ব্যয় নির্বাহ করা অসম্ভব হয়ে পড়বে। আর দুর্ভিক্ষ দেখা দিলে দেশে বিপর্যয় সৃষ্টি হতে পারে’, যোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। 

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এ অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়। বুধবার বিকেলে ঢাকায়...

ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে যে কথা হলো জামায়াত আমিরের

বাংলাদেশ সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

এবার ‘রেল ব্লকেড’র ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে ‘রেল ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়ে সড়ক ছেড়েছেন ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর...

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার ইঙ্গিত এনসিপির

দেশের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সদ্যগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে মার্কিন...

সম্পর্কিত নিউজ

প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে...

ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে যে কথা হলো জামায়াত আমিরের

বাংলাদেশ সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি...

এবার ‘রেল ব্লকেড’র ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে ‘রেল ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়ে...