লক্ষ্মীপুরের রায়পুরে টিকটকে আত্মহত্যার ভিডিও দেখে গলায় ফাঁস নিয়েছে ১১ বছর বয়েসী এক শিশু। তার নাম সাজ্জাদুল ইসলাম হিমেল। নিহত হিমেল তৃতীয় শ্রেণির ছাত্র।
শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মরকম আলি সর্দার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হিমেলের মা রুমি জানান, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার একটি ভিডিও টিকটকে দেখে হিমেল। তা দেখে সেও একইভাবে গলায় ফাঁস লাগানো খেলতে চায়। শুক্রবার সকালে মোবাইল চাইলে তাকে ধমক দিয়ে ভাত খেয়ে পড়তে বলে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। সাড়ে ১২টার দিকে হিমেল নিজের কক্ষের দরজা বন্ধ করে জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে আনেন। দুপুর দেড়টার সময় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।