মার্কিন সরকারের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার তার ডেপুটি সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার করা হয়েছে। সম্প্রতি সরকারের শীর্ষ পদে কর্মরত কর্মকর্তাদের বাড়িতে গোপন কাগজপত্র অনুসন্ধান করতে গিয়ে খোঁজ পাওয়া যায় এসব নথিপত্রের। খবর বিবিসি।
গত সপ্তাহে পেন্সের ইন্ডিয়ানা বাড়িতে একজন আইনজীবী নথিগুলো আবিষ্কার করে এফবিআই এর কাছে হস্তান্তর করেন। এছাড়াও তদন্তকারীরা ইতিমধ্যে রাষ্ট্রপতি জো বাইডেন এবং সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফাইলগুলো দখলের বিষয়ে অনুসন্ধান করছেন।
সাম্প্রতিক এসব অনুসন্ধানের ফল হিসেবে এর আগে কাগজপত্র অপব্যবহারের অভিযোগে একটি ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প।
পেন্সের প্রতিনিধিরা দেশটির ন্যাশনাল আর্কাইভসকে এক চিঠিতে নথিগুলোর বিষয়ে সতর্ক করেছেন। অন্য একটি চিঠিতে আইনজীবীরা জানান, সাবেক ভাইস প্রেসিডেন্টের বাড়িতে এফবিআই নথি সংগ্রহ করতে গিয়ে প্রচলিত পদ্ধতি অনুসরণ করেনি। তারা সরাসরি সেগুলো দখল করার অনুরোধ জানায়।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, সাধারণত প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্টের অধীনে প্রশাসনের মেয়াদ শেষ হলে হোয়াইট হাউসের রেকর্ডগুলো জাতীয় আর্কাইভে যাওয়ার কথা। নিয়ম অনুযায়ী এ ধরনের ফাইল নিরাপদে সংরক্ষণ করা উচিত।
ট্রাম্পের রাষ্ট্রপতিত্বের শেষের দিকে নির্দিষ্ট চিহ্নযুক্ত কিছু নথি বাক্সবন্দী করে পেন্সের বাড়িতে পাঠানো হয় বলে এক চিঠির মাধ্যমে মিডিয়াকে জানায় তার আইনজীবী। মূলত এরপর থেকেই এধরণের অনুসন্ধানে নামে এফবিআই।