বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে আশ্বস্ত হামাস, ক্ষুব্ধ বেন গভির

আন্তর্জাতিক ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

ফিলিস্তিনের গাজা উপত্যাকায় দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধবিরতির প্রস্তাবে যুদ্ধ বন্ধের যে নিশ্চয়তা দেওয়া হয়েছে তাতে আশ্বস্ত হয়েছে হামাস। সৌদি আরবের সংবাদমাধ্যম আশরাকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

ওই প্রস্তাবে বলা হয়েছে, আলোচনা চলাকালীন কোনো পক্ষই যুদ্ধ পুনরায় শুরু করবে না। এতে উল্লেখ করা হয়েছে যে দুই পক্ষ প্রস্তাবটি অনুমোদন করলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এবং ট্রাম্প এই যুদ্ধবিরতি কার্যকরের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী বলেও জানানো হয়েছে।

বন্দি মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ধাপে ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে বলে জানিয়েছে হামাস। তবে তাদের মুক্তির সময় কোনো প্রকাশ্য অনুষ্ঠান হবে না।

একজন ইসরাইলি প্রতিরক্ষা কর্মকর্তা ও হামাস-ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি সূত্র নিউইয়র্ক টাইমসকে জানান, আলোচ্য প্রস্তাব অনুযায়ী ১০ জন জীবিত বন্দির পাশাপাশি ১৮ জনের মৃতদেহও ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হবে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব দেওয়া ৬০ দিনের এক যুদ্ধবিরতির সময় এই বন্দিমুক্তি পাঁচটি ধাপে সম্পন্ন হবে।

ইসরায়েলি কর্তৃপক্ষ বন্দি বিনিময় প্রক্রিয়ার পরে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে এবং এমন একটি সমঝোতা চায়, যা যুদ্ধের পূর্ণ অবসান ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে পৌঁছাতে পারে।

হামাসের কর্মকর্তা তাহের আল-নুনু বলেন, ‘আমরা একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত এবং আন্তরিক। আমরা এমন যেকোনো উদ্যোগ গ্রহণ করব যা স্পষ্টভাবে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাবে।’

এদিকে, ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভির জানিয়েছেন তিনি এই যুদ্ধবিরতি কিছুতেই মেনে নেবেন না। তাঁর ভাষ্যমতে—নতুন এই যুদ্ধবিরতি চুক্তি একটি বেপরোয়া সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়। ইসরায়েলি সংবাদমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

এর আগে গতকাল বুধবার, কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের রাজনৈতিক দল রিলিজিয়াস জায়োনিজম পার্টিকেও এই যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিতে আহ্বান জানান।

বেন গভির সাফ জানিয়ে দিয়েছেন এই যুদ্ধবিরতি তিনি কার্যকর হতে দেবেন না। তিনি বলেন, ‘আমি কোনোভাবেই এটা হতে দেব না। আমি আশা করি স্মোতরিচও আমার সঙ্গে এক জোট হবেন। ইসরায়েলি জনগণ চায় না আমরা আত্মসমর্পণ করি।’ তাঁর দাবি—বর্তমানে হামাসের বিরুদ্ধে জয় লাভের এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘কোনোভাবেই এই লড়াই শেষ করা উচিত হবে না।’ প্রশ্ন তোলেন, এখন যুদ্ধ বন্ধ করলে কি হামাস ইসরায়েলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে?

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বৈষম্যের অভিযোগ ডিসির বিরুদ্ধে, আহত যোদ্ধারা বলছেন—আমরা অবহেলিত

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের ফুল ও উপহার জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের মাধ্যমে তুলে দেওয়ার ঘটনায় তীব্র...

দেশের বিচার ব্যবস্থা আরও শক্তিশালী ও দৃশ্যমান করতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি:বাংলাদেশে আর ফ্যাসিবাদের কোনো স্থান হবে না উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী ও দৃশ্যমান...

জুলাই ঘোষণাপত্রে যা পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা স্তরের মানুষ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল...

৩৬শে জুলাই বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন:  আজহারী

গত বছরের এই দিনটিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ এক জুলুমের শাসন ‘স্থগিত’ হয়– বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান...

সম্পর্কিত নিউজ

বৈষম্যের অভিযোগ ডিসির বিরুদ্ধে, আহত যোদ্ধারা বলছেন—আমরা অবহেলিত

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের ফুল ও...

দেশের বিচার ব্যবস্থা আরও শক্তিশালী ও দৃশ্যমান করতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি:বাংলাদেশে আর ফ্যাসিবাদের কোনো স্থান হবে না উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ...

জুলাই ঘোষণাপত্রে যা পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে যোগ...