রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

ট্রেনের ভাড়া এখনই বাড়ানোর কোন পরিকল্পনা নেই: রেলমন্ত্রী

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:২২ পূর্বাহ্ণ

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ রেলওয়ের এখনই ট্রেনের ভাড়া বাড়ানোর কোন পরিকল্পনা নেই।আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে কোন প্রস্তাব পাঠাইনি। তাই আমরা এই মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ানোর কথা ভাবছি না। 

শনিবার(২০ আগস্ট) বেলা ১২টা ৫ মিনিটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতুর রেল সংযোগ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ এবং মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ শতাংশ।

এছাড়া কাজের ফাইন্যান্সিয়াল অগ্রগতি ৬৮ শতাংশ এবং ফিজিক্যাল অগ্রগতি ৭০ শতাংশ।

তিনি বলেন, এই মূল্যায়ন কনসালটেন্ট গ্রুপের তবে চায়না কনস্ট্রাকশন গ্রুপের মূল্যায়ন কাজের অগ্রগতি আরও অনেক বেশি বলেও জানান রেলমন্ত্রী। 

spot_img

সর্বশেষ

আরও সংবাদ