আগামী ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ও সেপ্টেম্বরের প্রথম দু’সপ্তাহের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ঢাকসুর তফসিল নিয়ে অংশীজনদের মতবিনিময় সভায় এ তথ্য জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।
সভায় অংশ নেওয়া এক ছাত্রসংগঠনের প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও, এবারের নির্বাচনে ভোটকেন্দ্র হলে স্থাপন না করে ছয়টি নির্দিষ্ট স্থানে করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
এর আগে, বুধবার সকালে ডাকসুর তফসিল ঘোষণার দাবিতে ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। পরবর্তীতে, তফসিলের তারিখ ঘোষণার পর কর্মসূচি প্রত্যাহার করেন তিনি।