সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ডাকসু নির্বাচন: প্যানেল ঘোষণা দলগুলোর, পার্থক্য গড়ে দিতে পারেন নারী ভোটাররা

-বিজ্ঞাপণ-spot_img

মাহরিব বিন মহসিন, ঢাবি প্রতিনিধি

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৬৫৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। নির্বাচনকে সামনে রেখে প্যানেল ঘোষণা করেছে ছাত্রসংগঠনগুলো। ডাকসুতে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি নারী ভোটাররা ব্যবধান গড়ে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ডাকসু ও হল সংসদের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে ছাত্রদলের নেতাকর্মীরা পৃথকভাবে মনোনয়ন সংগ্রহ করলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিলেন।

অবশেষে বুধবার (২০ আগস্ট) প্যানেল ঘোষণা করে দলটি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে সহ-সভাপতি (ভিপি) ও কবি জসিমউদদীন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিমকে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়াও, বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যান্য সম্পাদক পদগুলোতে  মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মোঃ জুলফিকার জিসানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রেখেছে ছাত্রদল।

বাকি পদগুলোর মধ্যে ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে মোঃ সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মোঃ আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান মুন্না প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পাশাপাশি, একমাত্র সংগঠন হিসেবে হল সংসদ নির্বাচনে ঢাবির ১৮টি হলে প্রার্থী ঘোষণা করেছে ছাত্রদল।

ছাত্রদলের প্যানেল নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা ঢাবি ক্যাম্পাসের পরিচিত ও বিপ্লবী নেতাকর্মীদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ প্যানেল ঘোষণা করেছি। আমাদের প্যানেলে নারী শিক্ষার্থী থেকে শুরু করে সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে। আমরা আশা করি নব্বইয়ের মতো এবারের ডাকসুতেও ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করবে।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে ডাকসুর প্যানেল ঘোষণা করেছে ইসলামি ছাত্রশিবির। গত সোমবার (১৮ আগস্ট) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে সংগঠনটি। শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েমকে ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস প্রার্থী ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও, এজিএস প্রার্থী হিসেবে দলটির ঢাবি শাখার সেক্রেটারি মুহিউদ্দিন খানকে মনোনয়ন দেওয়া হয়।

তবে ছাত্রশিবিরের প্যানেলে চমক ছিল জুলাই গণ-অভ্যুত্থানে চোখ হারানো ঢাবি শিক্ষার্থী জসিম খানের অন্তর্ভুক্তি। তাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়। এছাড়াও, ইনকিলাব মঞ্চ থেকে ফাতিমা তাসনীম জুমাকে শিবিরের প্যানেলে মুক্তিযুদ্ধ ও গনতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করা হয়। সংখ্যালঘু সম্প্রাদায়ের প্রতিনিধি হিসেবে সর্ব মিত্র চাকমা শিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্যানেলের বিষয়ে ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, আমরা একটা ইনক্লুসিভ প্যানেল রাখার চেষ্টা করেছি। আমাদের প্যানেলে জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো একমাত্র ঢাবি শিক্ষার্থী রয়েছেন। এছাড়াও আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীকেও আমাদের প্যানেলে রেখেছি। তাছাড়া আমাদের প্যানেলে চারজন নারী রয়েছেন। সবমিলিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ প্যানেল করার চেষ্টা করেছি।

ছাত্রদলের মতো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এসে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ। বুধবার (২০ আগষ্ট) বিকেলে মনোনয়নপত্র জমা দিয়ে প্যানেল ঘোষণা করে দলটি।

নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা। তাদের প্যানেলে ভিপি পদে দলটির ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের ও জিএস পদে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদারকে প্রার্থীতা দেওয়া হয়েছে। এছাড়াও, দলটির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আশরেফা খাতুন এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গনতান্ত্রিক ছাত্রসংসদের পূর্ণাঙ্গ প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদকের পদটি জুলাইয়ে ছাত্রলীগের হামলায় আহত ঢাবি শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানার্থে ফাঁকা রাখা হয়েছে। তন্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই পদে নির্বাচন করবেন।

সার্বিক বিষয়ে ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের বলেন, আমরা নির্বাচিত হলে আমাদের প্রধান দায়িত্ব হবে ডাকসু যাতে প্রতিবছর হয় সেটা নিশ্চিত করা। এছাড়াও, শিক্ষার্থীদের যাতে রাজনৈতিক দলগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেটা নিশ্চিত করাও আমাদের অন্যতম অঙ্গীকার।


এদিকে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর একাংশ। এই প্যানেলে শেখ তাসনিম আফরোজকে (ইমি) ভিপি, ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার একাংশের সভাপতি মেঘমল্লার বসুকে সাধারণ সম্পাদক জিএস ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলকে এজিএস প্রার্থী করা হয়েছে।

এছাড়াও, বামপন্থী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সমর্থিত একটি প্যানেল ডাকসুতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এতে ভিপি পদে নাঈম হাসান হৃদয়, জিএস পদে এনামুল হাসান অনয় এবং এজিএস পদে অদিতি ইসলাম লড়বেন।

গতবারের ডাকসুতে ভিপি নির্বাচিত হওয়া নুরুল হক নুর ছাত্র অধিকার পরিষদের প্যানেলে নির্বাচন করেছিলেন। এবারও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি। ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের নামে ছাত্র অধিকার পরিষদ এবার ডাকসুতে লড়বে। এতে ভিপি পদপ্রার্থী হয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং জিএস পদপ্রার্থী হয়েছেন দলটির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন। একইসঙ্গে এজিএস পদে লড়বেন ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া ও এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন বলে জানা গেছে।

এছাড়াও, ডাকসুতে ‘ডিইউ ফার্স্ট’ প্যানেল থেকে ভিপি পদে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ ও জিএস পদে সাবেক সমন্বয়ক মাহিন সরকার নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

ডাকসুতে স্বতন্ত্রভাবে লড়বেন বেশ কয়েকজন প্রার্থী। এরমধ্যে ভিপি পদে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ছাত্রলীগ প্যানেলের সাবেক জিএস জুলিয়াস সিজার তালুকদার, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন এবং টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ লড়বেন।

এছাড়া জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ নামে একটি প্ল্যাটফর্মের অন্যতম স্বেচ্ছাসেবক আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত চৌধুরী লড়বেন স্বতন্ত্রভাবে।

এদিকে, এজিএস পদে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের মূখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন। একই পদে নির্বাচন করবেন মহিউদ্দিন রনি ও ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক।

পার্থক্য গড়বে নারী ভোটাররা:

এবারের ডাকসুতে সর্বমোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। তন্মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এই বিপুল সংখ্যক ছাত্রী ভোটাররাই নির্বাচনে জয় পরাজয়ের নির্ধারক হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্যাম্পাসে সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রায় সব প্রার্থীই নারী ভোটারদের ভোট পেতে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর আগেও ছাত্রসংগঠনগুলো মেয়েদের পাঁচটি হলে নানা সেবাধর্মী কার্যক্রম চালিয়েছেন। এছাড়াও, ছাত্রী ভোটারদের ভোট নিশ্চিত করতে প্রত্যেকটি প্যানেলেই ক্যামপাসের পরিচিতি নারী শিক্ষার্থীদের বিভিন্ন পদে রাখা হয়েছে।

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা:

দীর্ঘ ২৮ বছর পরে ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে সে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে তৎকালীন ক্ষমতাসীন ছাত্রসংগঠন (বর্তমানে নিষিদ্ধঘোষিত) ছাত্রলীগের বিরুদ্ধে। ৬ বছর পরে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের ডাকসুতে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের।

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই ডাকসুকে ঘিরে শিক্ষার্থীদের অনেক চাওয়া পাওয়া রয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে বলে আমরা আশাবাদী।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল আমান আজমী।রোববার(২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ফেস...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি,...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল প্রার্থীকে ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী...

ইকসু গঠনে এক প্লাটফর্মে ইবির সকল শিক্ষার্থী 

স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু দীর্ঘ ৪৫ বছরেও গঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ। তবে সম্প্রতি এ নিয়ে সরব...

সম্পর্কিত নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল...