ঢাবি প্রতিনিধি
চলতি বছরের ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণাকালে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।
তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পরম আকাঙ্খিত চাওয়া ছিলো ডাকসু। ‘বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা, শিক্ষার পরিবেশকে সমুন্নত রাখা ও আরও সুসংহত করা, গণতান্ত্রিক পরিবেশ রক্ষার্থে এবং শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য নেতৃত্ব তৈরি করতে এই নির্বাচন ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।
ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত তফসিল বিবরণীতে বলা হয়, নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৩০ জুলাই, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ করা যাবে ৬ আগস্ট, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট।
তফসিল বিবরণীতে আরও জানানো হয়, মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত; মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ সময় ১৯ আগষ্ট বেলা ৩টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই হবে ২০ আগস্ট; প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২১ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগষ্ট দুপুর ১টা পর্যন্ত এবং প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৬ আগষ্ট।
নির্বাচনের প্রচারণা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২৬ আগস্ট থেকে নির্বাচনের ২৪ ঘন্টা আগ পর্যন্ত প্রচারকার্য চালানো যাবে।
এছাড়াও, নির্বাচনে সাদা কালো পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহার করা যাবে বলে জানান তিনি। তবে তা বিশ্ববিদ্যালয় এলাকার কোন স্থাপনায় লাগানো যাবে না বলে তিনি উল্লেখ করেন।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ পর্যন্ত কোন হুমকির সম্মুখীন হইনি। এ নির্বাচনে কোন রাজনৈতিক পরিচয় নেই। সবাই এখানে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র পরিচয়ে অংশগ্রহণ করবে।