ঝালকাঠির শহরের মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা শুনে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে শহরবাসী। এরপরই নয়জন নির্মাণ শ্রমিককে ডাকাত সন্দেহে পিটুনি দেয় স্থানীয়রা।
গতকাল সোমবার রাতে সদর উপজেলার পিপলিতা গ্রামের বাকলাই বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। এ সময় একটি ট্রলার হেফাজতে নেয় পুলিশ, যেটিতে রাস্তা ও ব্রিজ নির্মাণকাজের যন্ত্রাংশ ছিল।
এলাকাবাসী জানায়, গতকাল সোমবার রাতে এলাকায় ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং চলছিল। তখন স্থানীয় আইনজীবী বনি আমিন বাকলাই অনেককে মোবাইল ফোনে জানান, ডাকাতের দল তাঁর বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে, তাঁদের মুখ বাঁধা। এরপরপরই স্থানীয়রা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে আইনজীবী বনি আমিন বাকলাই জানান, সোমবার রাত ১২টা ১০ মিনিটে বেশ কয়েকজন লোক আমার বাড়ির কাছে ট্রলার থামিয়ে ওঠে। তারা বাড়ির চারপাশে ঘোরাফেরা করতে থাকে, যা আমি সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারি। একই সময়ে নদীর অপর পাড়ে ডাকাতি হচ্ছে এমন মাইকিং হতে থাকে। তাদের সন্দেহজনক ঘোরাফেরা দেখে আমি সদর থানার ওসি ও কয়েকজন স্থানীয়কে ফোন দিয়ে বিষয়টি জানাই। এরপর কয়েক শতাধিক লোক এসে তাদের আটক করে। আমি তাদের পুলিশে হস্তান্তর করি।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ডাকাত সন্দেহে বেশ কয়েকজনকে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে তাঁদের চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।