ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
তিনি চলতি বছরের ৩০ অক্টোবর থেকে আগামী বছরের ২৯ অক্টোবর পর্যন্ত অবসর পরবর্তী ছুটিতে (পিআরএল) থাকবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি সরকারি নিয়মানুযায়ী অবসর ও অবসর পরবর্তী ছুটির সুবিধা পাবেন।
২০২১ সালে ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর ডিএমপি’র ৩৪ তম কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ১৯৮৯ সালে অষ্টম বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারে (পুলিশ) সহকারী পুলিশ সুপার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
তিনি বাংলাদেশ পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন।