শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, সম্মান ও মর্যাদা নিয়ে বিশ্বের বুকে বাঙালির মাথা তুলে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারা জীবন সংগ্রাম করেছেন। তিনি যেমন বাংলাদেশ চেয়েছিলেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত অপশক্তিকে প্রতিহত করে সেভাবে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর জন্য আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশ হব এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিটি মুহূর্তে আমাদের অনুপ্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু।’
আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে চাঁদপুর সরকারি কলেজে জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
কে কোন ধর্মের তা দিয়ে বৈষম্য না করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ দেশে সবাই যার যার বিশ্বাস নিয়ে ধর্ম পালন করবে ও প্রচার করবে। কারণ, এ দেশ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। ধর্মহীন বাংলাদেশ নয়। এ দেশ মানবিকতার বাংলাদেশ।’
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, সহসভাপতি জে আর ওয়াদুদ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে ডা. দীপু মনি চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন, কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন ও র্যালিতে অংশগ্রহণ করেন।