প্রোটিয়াদের মারমুখী ব্যাটিংয়ের কাছে অনেকটা দিশেহারাই ছিলো বাংলাদেশ। কুইন্টেন ডি ককের ১৭৪ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৮২।
অধিনায়ক এইডেন মার্করাম ব্যক্তিগত ৬০ রান করে সাজঘরে ফিরলেও হাইনরিখ ক্লাসেনের ৯০ রানের ইনিংস বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ে দেয়। জিততে হলে বাংলাদেশকে সংগ্রহ করতে হবে ৩৮৩ রান৷
বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ৷ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ধারাবাহিক বড় লক্ষ্যমাত্রা দিয়েই যাচ্ছে প্রোটিয়া দল।
দক্ষিণ আফ্রিকার একাদশ
রিজা হেন্ডরিকস, কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা
বাংলাদেশের একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।