শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ড. ইউনূসের মামলার কার্যক্রম দুই মাস স্থগিত থাকবে: আপিল বিভাগ

-বিজ্ঞাপণ-spot_img

প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল জয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের শ্রম আদালতে করা মামলার বিচারিক কার্যক্রম দুই মাস স্থগিত থাকবে বলে জানিয়েছে আদালত।

এই সময়ে মধ্যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা কেন বাতিল হবে না, এই মর্মে জারি করা রুল নিষ্পত্তি করতে বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার আগের আদেশ সংশোধন করে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 এর আগে গত ৭ জুন ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম বাতিলে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগের এই বেঞ্চ।

গত বছরের ৯ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। মামলার অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।

ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা তাদের দেয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে এ মামলা করা হয়।

পরে শ্রম আদালতে করা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনুস। ওই আবেদনের শুনানি করে গত ১২ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে মামলা কেন বাতিল করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই  আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

শার্শায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

যশোরের শার্শায় বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ভ্যানের আরও এক যাত্রী।শনিবার (১৬ জুলাই) দুপুর...

মানিকগঞ্জে সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হলো মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন–২০২৫। শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক...

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে  রফতানি বানিজ্যে ধস

আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে শুরু হয় টানা-পোড়ন। যার প্রভাব বেশি দেখা যায় ভারত বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে।  বিশেষ করে বাংলাদেশের অন্যতম...

চিরকুট লিখে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, পৃথক ২ মামলা

রাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি হত্যা মামলা ও অন্যটি অপমৃত্যুর মামলা হিসেবে...

সম্পর্কিত নিউজ

শার্শায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

যশোরের শার্শায় বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায়...

মানিকগঞ্জে সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হলো মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন–২০২৫। শনিবার (১৬ আগস্ট)...

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে  রফতানি বানিজ্যে ধস

আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে শুরু হয় টানা-পোড়ন। যার প্রভাব...