বুধবার, ২ এপ্রিল, ২০২৫
More

ঢাকার ঈদের জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

ঢাকার সব ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন করা হবে, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে একটি ‘সমন্বিত নিরাপত্তা বলয়’ গড়ে তুলবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “যদিও বর্তমানে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, তবুও নিষিদ্ধ ঘোষিত কোনো দল যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য পুলিশ সর্বদা সতর্ক থাকবে।” রোববার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।

এবারের ঈদ জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে, যা সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূলে থাকলে, জাতীয় ঈদগাহের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে মোট ১১২টি ঈদগাহে এবং ১,৫৭৭টি মসজিদে ১,৭৩৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ডিএমপি কমিশনার আরও জানান, জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এতে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো ময়দান এবং আশপাশের এলাকা সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা হবে। বর্তমানে প্রায় ১০০টি সিসিটিভি স্থাপন করা হয়েছে। তাছাড়া, কন্ট্রোল রুম থেকেও নিরাপত্তা কার্যক্রম মনিটর করা হবে।

জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য তিনটি প্রধান গেইটে ব্যারিকেড থাকবে এবং সেগুলোতে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। মৎস্য ভবন, প্রেস ক্লাব, শিক্ষাভবন এবং ঈদগাহ ময়দানের চারপাশে তল্লাশির ব্যবস্থা থাকবে। সিটি পুলিশের সোয়াত এবং বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। এছাড়া, সাদা পোশাকের ডিবি এবং সিটিটিসি সদস্যরা নিরাপত্তা তদারকি করবেন।

নিরাপত্তার উদ্দেশ্যে ঈদগাহে আগত মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে, যেন তারা কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ সঙ্গে না নিয়ে আসেন। জামাত শেষে সবাইকে ধীরগতিতে এবং সুশৃঙ্খলভাবে বের হতে বলা হয়েছে।

এছাড়া, সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাতে অথবা ৯৯৯ অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও ডিএমপি কমিশনার কিছু নির্দেশনা দিয়েছেন। ঈদের দিন সকাল ৬টা থেকে ঈদ জামাত শেষ না হওয়া পর্যন্ত জাতীয় ঈদগাহ ময়দান এবং আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কিছু রাস্তায় ডাইভারসন হবে এবং কিছু পয়েন্টে সড়ক বন্ধ থাকবে। যানবাহন চলাচলের বিকল্প রাস্তা হিসেবে শাহবাগ, গুলিস্তান, চাঁনখারপুল ইত্যাদি সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, “আমরা দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি, একটি হলো ওভার এবং অপরটি কভার। আমরা অনেক কিছু গোপন রাখি নিরাপত্তার স্বার্থে।” তিনি নিশ্চিত করেন, ঈদ জামাতে কোনো ধরনের ঝুঁকি নেই এবং ঢাকাবাসী রমজান মাসে শান্তিপূর্ণভাবে ছিলো, আশা করা হচ্ছে ঈদেও পরিস্থিতি ভালো থাকবে।

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের “অপতৎপরতা” নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবসময় সতর্ক আছি এবং নিষিদ্ধ ঘোষিত যে কোনো দল যাতে কোনো রকম কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য সজাগ থাকব।”

ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. শফিকুল ইসলাম জানান, জাতীয় ঈদগাহ ময়দান এবং আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কোন কোন পয়েন্টে সড়ক বন্ধ থাকবে এবং ডাইভারসন হবে, সেই তথ্যও তিনি তুলে ধরেন।

সবশেষে, ঈদগাহে আগত যাত্রীদের গাড়ি নির্ধারিত পার্কিং স্থানে রাখতে এবং পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

মাদক সেবন নিয়ে সিরাজগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে মাদক সেবনকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামে এই...

দিল্লিতে বসে হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: অ্যাটর্নি জেনারেল

ফ্যাসিবাদের বিচার বাংলাদেশে হবেই। দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। কোনো অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল...

রাতের আঁধারে রণক্ষেত্র হবিগঞ্জ, টর্চ জ্বালিয়ে চলে সংঘর্ষ

হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুইপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর...

দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়নি, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২...

সম্পর্কিত নিউজ

মাদক সেবন নিয়ে সিরাজগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে মাদক সেবনকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে ১০ জন...

দিল্লিতে বসে হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: অ্যাটর্নি জেনারেল

ফ্যাসিবাদের বিচার বাংলাদেশে হবেই। দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। কোনো...

রাতের আঁধারে রণক্ষেত্র হবিগঞ্জ, টর্চ জ্বালিয়ে চলে সংঘর্ষ

হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুইপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ...