আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ হয়েছে। নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত আসবে শীঘ্রই।
এসময় মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রাম এসে পরবর্তী করণীয় ঠিক করব।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, ব্যাংকের রিজার্ভ, বঙ্গবন্ধু টানেল, বৈশ্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকায় মেট্রোরেল কতটুকু আকর্ষণীয় হয়ে উঠছে সেটা আপনারা দেখেছেন। চট্টগ্রামেও মেট্রোরেল হবে। চট্টগ্রামের নেতাদের নিয়েই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ বা করণীয় জানানো হবে।
মন্ত্রী বলেন, দেশের জাতীয় অর্থনীতির প্রাণস্পন্দন চট্টগ্রাম। আর এখানেই কর্ণফুলীর তলদেশে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। টানেলটির নির্মাণকাজ ৯৫.৫০ শতাংশ শেষ। এখন চলছে প্রবেশ পথে স্ক্যানার বসানোর কাজ। সব কিছু ঠিকঠাক থাকলে ২৪ ফেব্রুয়ারি টানেলটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এপ্রিল-মে মাসের দিকে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই টানেল চালু হলে চট্টগ্রাম চীনের সাংহাই শহরের মতো ওয়ান সিটি টু টাউনে রূপ নেবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ৪ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের নির্দেশ দেন। এ নির্দেশ পাওয়ার পর চায়না রেলওয়ে কন্সট্রাকশন কোম্পানি (সিআরসিসি)-১৯ ও ডব্লিউআইইটিসি-জেভি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে।