রাজধানীর কামারপাড়ায় রাজাবাড়িতে একটি গোডাউনে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার রাতে দগ্ধ আরেক জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
নিহত ব্যক্তি হলেন-শাহিন মিয়া (২৫)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ৪০ শতাংশ দগ্ধ শাহিন রাত ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে ৮০ শতাংশ দগ্ধ শফিকুল (৩২) ৯ আগস্ট হাসপাতালে মারা যান।
একই দিন ভোরে ৭০ শতাংশ দগ্ধ আল –আমিন (৩০) নামে আরেকজন মারা যান।
বাচ্চু মিয়া জানান, ৮ আগস্ট সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ৮০ শতাংশ দগ্ধ মাসুম আলীর (৩৫) হাসপাতালে মৃত্যু হয়। একই দিন দিবাগত রাত দেড়টার দিকে ৯৫ শতাংশ দগ্ধ মিজান মারা যান।
৭ আগস্ট একই হাসপাতালে গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. আলম মিয়া (২০) ও মো. নুর হোসেন (৬০) নামে আহত তিনজন মারা যান।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ৬ আগস্ট বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গোডাউনে বিস্ফোরণে আটজন দগ্ধ হন।