ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে ঈদুল আজহার চার দিন আগে বাড়ি ফিরতে যাওয়া ঘরমুখো মানুষদের।
বুধবার বিকাল থেকে মহাসড়কের শিমরাইল, কাঁচপুর, মদনপুর ও মেঘনা এলাকায় তীব্র যানজট দেখা গেছে।
প্রচণ্ডে গরমের মধ্যে শত শত যানবাহন আটকা পড়ে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
ফারিয়া রহমান নামে এক ঘরমুখো যাত্রী জানান, সাইনবোর্ড এলাকা পার হওয়ার পর ধীরগতিতে যানবাহন চলাচল করছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লাগছে।
এদিকে পরিবহন মালিকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলেও অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, ঈদকে সামনে রেখে পশুবোঝাই যানবাহনের পাশাপাশি ঘরমুখো লোকজনের চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কের প্রতিটি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল দেয়া এবং মহাসড়কে স্থানীয় যানবাহন চলাচল না করাসহ যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
ওসি বলেন, যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের কয়েকটি মোড়ে লোকজনকে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যা যানজটের সৃষ্টি করেছে। আশা করছি শিগগিরই এটি স্বাভাবিক হবে।