রাজধানী ঢাকার সরকারি সাতটি কলেজ সম্মিলিত নতুন (প্রস্তাবিত) ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসির প্রথম ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ অনুষদে ৪৪৯৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪০৯৪ জন পরীক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের বিপরীতে প্রায় ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
অন্তর্বর্তী প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সাতটি কলেজের অভ্যন্তরে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানের জন্য অন্তবর্তীকালীন প্রশাসনের পাশাপাশি ইউজিসি টিম ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিদর্শন করবেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোর নিকটবর্তী থানার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। সার্বিক নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাদের সম্পূর্ণ সহযোগিতা করবে এবং তাদের কর্মকর্তারা প্রতিটি কেন্দ্রে উপস্থিত থাকবেন।