শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ঢাবিতে ঈদের ছুটিতে বাড়তি নিরাপত্তা, প্রবেশপথে থাকবে অস্ত্রধারী পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব অফিস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

মঙ্গলবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটিতে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে একটি নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ—শাহবাগ, নীলক্ষেত, পলাশী, দোয়েল চত্বর, উদয়ন ও অফিসার টাওয়ার—এই ছয়টি পয়েন্টে প্রক্টরিয়াল মোবাইল টিমের সঙ্গে থাকবেন দুইজন করে সশস্ত্র পুলিশ সদস্য।

নিরাপত্তার অংশ হিসেবে শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটও বন্ধ রাখা হবে ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত।

এছাড়াও, সেনাবাহিনীর সহায়তায় ক্যাম্পাস এলাকায় টহল বাড়ানো হবে। এর জন্য সেনা সদর দপ্তরের সামরিক অপারেশন অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কঠোর নিরাপত্তা উদ্যোগের পেছনে সাম্প্রতিক কিছু ঘটনার প্রভাব রয়েছে। কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা গোটা ক্যাম্পাসকে নাড়া দিয়েছিল। সেই ঘটনার পর থেকেই ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে বহিরাগতদের নিয়ন্ত্রণ, ভবঘুরে উচ্ছেদসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের ছুটিতেও সেই নজরদারি আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, ছুটির সময় অনেক শিক্ষার্থী হলে অনুপস্থিত থাকবেন। তাই ক্যাম্পাস যাতে কোনোভাবেই অপরাধের শিকার না হয়, সে জন্যই এই বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদে ‘লাল কার্ড’ সমাবেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘লাল কার্ড সমাবেশ’ করে প্রতিবাদ করেছে ।শুক্রবার (১ আগস্ট) জুমার...

‘জুলাই শহীদ দিবস’—ইবির প্রতিযোগিতায় কারা পেল সেরার মুকুট?

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আয়োজিত ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রাফিতি ও ক্যালিগ্রাফি এবং রচনা প্রতিযোগিতা...

সুরের জাদুকর অরিজিৎ, কনসার্টে কেমন তার পারিশ্রমিক

বর্তমান সময়ের তারকা সংগীতশিল্পী অরিজিৎ সিংহ। নতুন প্রজন্মের বিরহের গানে যেন একক রাজত্ব কায়েম করেছেন তিনি। দেশ-বিদেশে তাঁর ভক্ত ও শ্রোতার সংখ্যা অগণিত। গানের...

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে অবৈধ বালু উত্তোলন, প্রকাশ্যে অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদী তীরবর্তী মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজায় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। ড্রেজার ও বলগেট ব্যবহার করে...

সম্পর্কিত নিউজ

জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদে ‘লাল কার্ড’ সমাবেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা...

‘জুলাই শহীদ দিবস’—ইবির প্রতিযোগিতায় কারা পেল সেরার মুকুট?

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আয়োজিত ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে...

সুরের জাদুকর অরিজিৎ, কনসার্টে কেমন তার পারিশ্রমিক

বর্তমান সময়ের তারকা সংগীতশিল্পী অরিজিৎ সিংহ। নতুন প্রজন্মের বিরহের গানে যেন একক রাজত্ব কায়েম...