বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ঢাবির নিহত ছাত্রদল নেতা সাম্যের বড়ভাই যোগ দিলেন এনসিপিতে

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। তাকে এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে।

গতকাল রোববার (১ জুন) এই কমিটি ঘোষণা করা হয়।

আমিরুল ইসলাম সাগর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৭ সালের আগস্টে তিনি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহিষ্কার হন। তবে ২০১৯ সালের ১৭ এপ্রিল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সাগরকে সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল।

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে সাগর গণমাধ্যমকে বলেন, ‘২০১৯ সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে আর কিছুতে ছিলাম না। জিয়াউর রহমানের আদর্শের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসেবেই এনসিপিতে যোগ দিয়েছি।’

গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন
ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য। এ হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে টানা এক সপ্তাহ শাহবাগ অবরোধ করে আন্দোলন করে। সাম্য ছাত্র-জনতার অভ্যুত্থানের সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন। সক্রিয় অংশগ্রহণ ছিল আমিরুল ইসলাম সাগরেরও। এনসিপিতে যোগ দেওয়ার তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এদিকে, কমিটি ঘোষণার পর এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন ফেসবুক পোস্টে লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রথম মহানগর/জেলা কমিটি ঘোষণা হইলো আজ। ঢাকা মহানগর উত্তরের কমিটিতে সবচেয়ে বড় চমক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শহীদ শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সরদার আমিরুল ইসলাম ভাই। আমিরুল ভাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদে মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ছিলেন। প্রথম জেলা কমিটি প্রকাশের মাধ্যমে এনসিপির রাজনীতি দ্বিতীয় ধাপে প্রবেশ করলো। আকরাম-শিশির আমিরুলদের হাত ধরে এগিয়ে যাবে এনসিপি ঢাকা মহানগর উত্তর। ইনকিলাব জিন্দাবাদ।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

তিন দফা দাবিতে রাজশাহীতে আন্দোলনে রুয়েট শিক্ষার্থীরা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিন দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ ব্যানারে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর...

ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন সাবেক মেয়র ও আওয়ামী নেতা

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে ধাওয়া করে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। গতকাল বুধবার (জুলাই) বেলা ৩টার দিকে পৌর...

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে...

পাকিস্তানের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠালো ভারত

কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে উত্তেজনার পর যুদ্ধে জড়িয়েছিল ভারত-পাকিস্তান। যুদ্ধের সময় থেকেই পাকিস্তানের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞা উঠিয়েছে ভারত...

সম্পর্কিত নিউজ

তিন দফা দাবিতে রাজশাহীতে আন্দোলনে রুয়েট শিক্ষার্থীরা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিন দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩...

ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন সাবেক মেয়র ও আওয়ামী নেতা

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে ধাওয়া করে...

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার...