বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাবির প্রো-ভিসির পদত্যাগসহ ৬ দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের ৪ ঘন্টার আল্টিমেটাম

-বিজ্ঞাপণ-spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দাবিতে চার ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সরকারি সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের দায়ে প্রো-ভিসিকে অভিযুক্ত করা হয়।

আজ সোমবার বিকেল ৪টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানানো হয়। তাদের ৬ দাবি হলো–

১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।

২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশে হামলাসহ শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।

৫. উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক মিটিংয়ের মাধ্যমে এ ঘটনার সমাধান করতে হবে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকার সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ অসৌজন্যমূলক আচরণ করেছেন এমন অভিযোগ এনে রোববার (২৬ জানুয়ারি) রাতভর বিক্ষোভ করেছেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ নিয়ে তারা  সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। একইসঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতীবাজারেও সড়ক অবরোধ করেন তারা। অবরোধের পর রাত ১১ টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসতে চাইলে মুক্তি ও গণতন্ত্রের তোরণের সামনে তাদের বাধা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। ভোর ৩টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, রোববার বিকেলে তারা ৫ দফা দাবি নিয়ে সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্বে থাকা ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কার্যালয়ে যান। সেখানে অধ্যাপক মামুন তাদের সঙ্গে ‘অ্যাগ্রেসিভ আচরণ’ করেন।

এরপর সেখানেই শুরু হয় হট্টগোল। পরে প্রো-ভিসি আলোচনা না করেই এসব শিক্ষার্থীদেরকে তৎক্ষণাৎ করে বের করে দেন।

এদিকে, এসব ঘটনার প্রেক্ষিতে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আজ দুপুরে জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাতে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, ঘোষণা ঘিরে বিক্ষোভ–হাতাহাতি

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’নামে আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠন । নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের...

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার (২৬...

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ' নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছেন ছাত্ররা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন...

রাজনীতিতে সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্ব করবেন না: জয়নুল আবদিন ফারুক

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা সম্মান করে কথা বলতে জানি, কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দেব। অনুগ্রহ করে দেশের...

সম্পর্কিত নিউজ

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, ঘোষণা ঘিরে বিক্ষোভ–হাতাহাতি

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’নামে আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র...

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও...

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ' নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছেন ছাত্ররা। বুধবার (২৬ ফেব্রুয়ারি)...
Enable Notifications OK No thanks