ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে সকল প্রকার প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (৮ আগষ্ট) দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
এসময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমদসহ বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে রাত বারোটা থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে। সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়। পরবর্তীতে অন্যান্য হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাদের সাথে মিলিত হয়। ছাত্রী হলের শিক্ষার্থীরাও হলের গেট খুলে থালা বাসন হাতে মিছিলে যোগ দেয়।
দীর্ঘক্ষণ মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকে। পরবর্তীতে, উপাচার্য তাদের দাবি শুনে সিন্ডিকেটে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালে শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানায়। পরবর্তীতে, তাৎক্ষনিক সিদ্ধান্তে প্রক্টর হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন।