ঢাবি সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনসহ ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনের দেয়ালে গ্রাফিতি করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতাকর্মী।
যদিও সংগঠনটির নেতৃবৃন্দ বলছেন এটা তাদের আনুষ্ঠানিক বা ঘোষিত কোন কর্মসূচি ছিলো না। তারা জানান, সামনে আরো ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে ঢাবি ক্যাম্পাসে উপস্থিতি জানান দিবে সংগঠনটি।
জানা যায়, শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাতে ডাকসুর সাবেক জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে এ গ্রাফিতি করা হয়।
মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া ও কলা ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ২০ টিরও বেশি গ্রাফিতি করেন তারা। এসময় ঢাবি শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. আল আমিনসহ বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে ক্যাম্পাসের মধুর ক্যান্টিন এলাকায় ঘুরে দেখা যায়, “দেশ বাঁচাও, মানুষ বাঁচাও”, “টেক ব্যাক বাংলাদেশ/ঘুড়ে দাঁড়াও বাংলাদেশ”, “তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে” ইত্যাদি সম্বলিত গ্রাফিতিতে ভরে ফেলা হয়েছে।
কিন্তু, এই গ্রাফিতিগুলো দুপুরের আগেই কে বা কারা মুছে ফেলেছে তা জানা যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু জানে কিনা তা জানতে প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
গ্রাফিতি করার বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ‘স্বাধীন চিন্তাশক্তিতে বেড়ে উঠা যুবকের বাসযোগ্য নগরী, মুক্তচিন্তা চর্চার ক্যাম্পাস এবং শিক্ষার্থীবান্ধব রাষ্ট্র বিনির্মাণে ছাত্রদল পেশী শক্তি নয় সৃজনশীনতাকেই ধারণ করে। এরই প্রেক্ষিতে দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রমকে আমরা এই ধরনের সৃজনশীলতা দিয়ে চ্যালেঞ্জ করতে চাই। যারা দেশনায়ক তারেক রহমাকে নিয়ে মিথ্যাচার করে, তাদেরকে আমরা দেশনায়কের আগমনী বার্তা দিতে চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ‘ছাত্ররাজনীতি চর্চার পবিত্রভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু, ছাত্রলীগ নামক সন্ত্রাসীবাহিনী ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্রদলসহ সকল প্রগতিশীল ছাত্র সংগঠনের রাজনীতির পরিবেশ নষ্ট করে তারা তাদের সকল ধরনের অপকর্ম করে থাকে এই ক্যাম্পাস থেকেই। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে চায় ছাত্রলীগকে আর এই সুযোগ দেওয়া হবে না। সেই প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি। ক্যাম্পাস কেন্দ্রিক সামনে আমাদের আরো কিছু চমকপ্রদ কর্মসূচি আসছে।’
সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘আজ রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশকে যখন তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করেছে তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা আজকে মধুর ক্যান্টিন ও ক্যাম্পাসে দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানের গ্রাফিতি এঁকেছে। যদিও এটা আমাদের ঘোষিত ও আনুষ্ঠানিক কোন কর্মসূচি ছিলো না।’