রবিবার, ২৫ মে, ২০২৫

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

নাহিদ ইসলামের পদত্যাগের পর এই দুই মন্ত্রণালয়, বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন, তা নিয়ে নানা আলোচনা ছিল। মাহফুজ আলম এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জোর গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্য হয়েছে।

গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম। তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফুজ আলম।

আন্দোলনে তিনি রাজনৈতিক-বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে ছিলেন। গণ–অভ্যুত্থানের পরে ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন তিনি।

গতকাল পদত্যাগ করা নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকলেও মাহফুজ আলমকে একটি মন্ত্রণালয়েরই দায়িত্ব দেওয়া হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন প্রধান উপদেষ্টা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পুলিশ পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহবান জানিয়েছে পুলিশের হেডকোয়াটার্স

সম্প্রতি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সবাইকে এ ধরনের প্রতারকচক্রের...

জুলাই হত্যার বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না: হাসনাত আব্দুল্লাহ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে...

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশের প্রথম বহর

পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের ১০ জনের একটি বহর। যেখানে রয়েছে মোট  চার জন ক্রিকেটার। তবে বাকি দল পাকিস্তানে যাবে সোমবার (২৬ মে)। বাংলাদেশের যে...

নাটোরে সেনাবাহিনীর অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ ইমো হ্যাকার আটক

নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে ইমো হ্যাকার ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। যাদের মধ্যে একজন ছাত্রদল নেতাও রয়েছে বলে...

সম্পর্কিত নিউজ

পুলিশ পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহবান জানিয়েছে পুলিশের হেডকোয়াটার্স

সম্প্রতি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে...

জুলাই হত্যার বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না: হাসনাত আব্দুল্লাহ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির...

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশের প্রথম বহর

পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের ১০ জনের একটি বহর। যেখানে রয়েছে মোট  চার জন...