বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

তরুণদের অংশগ্রহণে সংগঠিত হচ্ছে কুষ্টিয়ার বিএনপি, নির্বাচন ঘিরে চলছে প্রস্তুতি

সাজ্জাদ হোসেন,কুষ্টিয়া প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

গত বছরের ছাত্র-জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের রাজনৈতিক মাঠে ব্যাপক পালাবদল ঘঠে। আর এই ঘটনাকেই  দেশের রাজনীতিতে ঐতিহাসিক মোড় হিসেবে দেখছে কুষ্টিয়া জেলা বিএনপি। 

দীর্ঘদিন দমন-পীড়ন ও গ্রেফতারের ভয় কাটিয়ে এখন তারা মাঠে নেমে আসছে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে। 

আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় অবস্থান শক্ত করতে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলটির নেতাকর্মীরা।

জেলা বিএনপির নেতারা বলছেন, আন্দোলনের বিজয় জনগণকে সাহসী করেছে, আর সেই আন্দোলনের শক্তিই এখন ভোটের রাজনীতিতে কাজে লাগানো হচ্ছে। 

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক বলেন, “আমরা এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক সংকটময় সময়ে দাঁড়িয়ে আছি। আন্দোলনের মতো নির্বাচনের লড়াইটিও হবে জনগণের। জেলা ও উপজেলা পর্যায়ে আমরা ইতোমধ্যেই প্রার্থীর তালিকা, নির্বাচনী কমিটি এবং মাঠপর্যায়ে প্রচারণার পরিকল্পনা শুরু করেছি।”

দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাচ্চু মোল্লা জানান , “২৪ আন্দোলনের পর তরুণদের অংশগ্রহণ আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করেছে। ইউনিয়নভিত্তিক টিম গঠন চলছে, বিএনপি অতীতের থেকে এখন অনেক শক্তিশালী। আওয়ামী সরকার চেয়েছিল বিএনপিকে একবার নিশ্চিহ্ন করে দিতে কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হওয়ার মত কোন দল নয় এটা আবার প্রমাণ হয়েছে। জনগনের সেবক হিসেবে বিএনপি আবার আবির্ভুত হবে এই উদ্দেশ্যে আমরা দৌলতপুর উপজেলা বিএনপি কাজ করছি।

ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, “দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা অনেক ত্যাগ ও কষ্টের মধ্যে দিয়ে দিন পার করেছে।  ২৪ আন্দোলনের পর বাংলাদেশে নতুন রাজনীতির মেরুকরণ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জেলা বিএনপির অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে আমাদের ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির গণসংযোগ দিন দিন বাড়ছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আগামি নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক কাঠামো শক্ত করা হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীতে ভেড়ামারা বিএনপির ঘাটি ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।”

মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুজ্জামান শাহীন জানান, “পূর্বে পুলিশি ভয় ছিল সবচেয়ে বড় বাধা, কিন্তু এখন আমরা প্রতিদিন মিটিং করছি, মিছিল করছি। বর্তমানে আমাদের লক্ষ্য দল গোছানো ও নির্বাচনের জন্য প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ডে সংগঠিত হওয়া, আমরা ধারাবাহিভাবে সেটাই করে যাচ্ছি । কর্মীদের মনোবল এখন অনেক উঁচুতে।”

খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আলাউদ্দিন খান বলেন, “আমরা বহুদিন পর বিনা ভয়ে সভা-সমাবেশ করছি। সাধারণ মানুষ দলে ফিরছে, কৃষক-শ্রমিকরা আমাদের সাথে মাঠে নামছে। নির্বাচনে বিজয়ের জন্য আমরা জণ সম্পৃক্ততা বাড়াচ্ছি ও সাংগঠনিক দৃঢ় প্রস্তুতি নিচ্ছি।”

কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম আনসার বলেন, “এখানে বিএনপি, ছাত্রদল ও যুবদল এখন অনেক বেশি সক্রিয়। তরুণরা প্রচারণার দায়িত্ব নিচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা প্রচার চালাচ্ছে। আমরা আশা করছি, এবার ভোটযুদ্ধে জনগণ আমাদের পক্ষে থাকবে।”

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদ জানান, “এলাকার শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণ আমাদের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিকে নতুন গতি দিয়েছে। আমরা প্রতিটি কেন্দ্রে সঠিক কৌশলে কাজ করছি।”

অন্যদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, আন্দোলনের পর কুষ্টিয়া জেলাতে বিএনপি নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে। জেলা পর্যায়ে নির্বাচনী সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে, আর স্থানীয় পর্যায়ে প্রতিটি কেন্দ্রে টিম তৈরির কাজ চলছে। এবার যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তবে কুষ্টিয়ায় বিএনপি শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে। জনগণের আস্থা ও তরুণদের উচ্ছ্বাস তাদেরকে বিজয়ের পথে এগিয়ে নিচ্ছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল: রিজভী

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল। দেশের খাল-বিল, নদী-নালা,...

রাবির হল প্রাধ্যক্ষরা ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য চাপ প্রয়োগ করে: আমানউল্লাহ আমান

রাবি প্রতিনিধিজাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেছেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস যার রাজনৈতিক সংস্কৃতি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ আলাদা। এখানে...

কুষ্টিয়ায় ভিডব্লিউবি তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ,চেয়ারম্যান ও সদস্যের স্ত্রীদের নাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির উপকারভোগীর তালিকা নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তালিকায় ইউপি চেয়ারম্যান...

ডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা 

ঢাকা বিশদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্র অধিকার সমর্থিত 'ডাকসু ফর চেঞ্জ প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা  করেছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা তিনটায়...

সম্পর্কিত নিউজ

ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল: রিজভী

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের স্বার্থে...

রাবির হল প্রাধ্যক্ষরা ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য চাপ প্রয়োগ করে: আমানউল্লাহ আমান

রাবি প্রতিনিধিজাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেছেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস...

কুষ্টিয়ায় ভিডব্লিউবি তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ,চেয়ারম্যান ও সদস্যের স্ত্রীদের নাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির উপকারভোগীর তালিকা...