যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীন-তাইওয়ান ইস্যুতে আরো একবার নিজেদের অবস্থান জোরালো করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ করে তাহলে তাইওয়ানকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।
এদিকে বাইডেনের এ বক্তব্যের কড়া সমালোচনা করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এক চীন নিয়ে যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে; এ বক্তব্যের মাধ্যমে সেটি ভঙ্গ করেছেন বাইডেন।
তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না জানানোর যে নীতি যুক্তরাষ্ট্রের রয়েছে এ মন্তব্য গুরুতরভাবে এটি ভঙ্গ করেছে। তাছাড়া তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কাছেও এটি একটি ভুল বার্তা দিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞেস করা হয়, চীন যদি তাইওয়ানে হামলা করে তবে যুক্তরাষ্ট্রের সেনারা হস্তক্ষেপ করবে কিনা। ওই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, হ্যাঁ, যদি তারা নজিরবিহীন আক্রমণ করে।
উল্লেখ্য, ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। ওই সময় থেকে এক-চীন নীতিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেয় আটলান্টিক পাড়ের দেশটি।
তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র তাদের সেই নীতির বিরুদ্ধে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থার ৩য় সর্বোচ্চ ব্যক্তি এবং দেশটির স্পিকার ন্যান্সি পেলোসি সম্প্রতি তাইওয়ান সফর করলে দুই দেশের উত্তেজনা চরমে উঠতে শুরু করে।
এমন অবস্থায় চীন হুশিয়ারি দিয়ে জানিয়েছে, তাইওয়ানকে প্রথমে শান্তিপূর্ণভাবে একত্রিকরণ করার চেষ্টা করা হবে। যদি এটি সম্ভব না হয় তাহলে বল প্রয়োগ করা হবে