শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

তানজিন তিশার ‘মানহানিকর’ আচরণ, প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

সম্প্রতি অভিনেত্রী তানজিন তিশার ‘আত্মহত্যাচেষ্টার’ তথ্য গণমাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি করে। এ ঘটনা নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে এই অভিনেত্রীর অপেশাদার আচরণ ও বক্তব্যের প্রতিবাদে রাজপথে সমবেত হয়েছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।

এই প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেজাব) মুখপাত্র বুলবুল আহমেদ জয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুলবুল আহমেদ বলেন, একজন সাংবাদিক কোনো তথ্য পেলে সেটি যাচাই-বাছাই করবে এবং সেই তথ্যের সত্যতা জানতে চাইবেন সংশ্লিষ্ট শিল্পী-কুশলীদের কাছ থেকে। এটাই সাংবাদিকতার প্রথম সূত্র। চ্যানেল টোয়েন্টিফোর-এর সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমও একই কাজ করেছেন। তিনি একটি তথ্য পেয়ে সেটি এসএমএস পাঠিয়ে তিশার কাছে জানতে চেয়েছেন।

তিনি জানান, এরপর তিশা ফোন করে তামিমসহ সাংবাদিকদের একচেটিয়া হুমকি-ধমকি দিলেন। উড়িয়ে দেওয়ার কথা বলেন। তামিম কিন্তু সেই বিষয়ে নিউজও করেননি। অথচ একদিন পর উল্টো তিশা ডিবি অফিসে গিয়ে তামিমের নামে সাইবার বুলিংয়ের অভিযোগ করেছেন। সেখান থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের কাছেও তামিমের নামটি প্রকাশ করেন এবং গুরুতর অভিযোগ করেন প্রকাশ্যে।

ফলে তিশাই আসলে তামিম তথা আমাদের বিনোদন সাংবাদিকদের মানহানি করেছেন উল্লেখ করে তিনি বলেন, সাইবার বুলিং করেছেন। এই বার্তাটিই আমরা আজ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সবাইকে জানাতে চাই।

এদিকে, প্রতিবাদ সমাবেশ শেষে বিকাল নাগাদ ডিবি দফতরে তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর কথা রয়েছে। একইসঙ্গে এই সমাবেশের পরবর্তী কার্যক্রমও ঘোষণা করা হবে।

- Advertisement -

ঘটনার সূত্রপাত

গত ১৫ নভেম্বর তানজিন তিশার ‘আত্মহত্যাচেষ্টা’র খবর প্রকাশের মধ্য দিয়েই এ ঘটনার সূত্রপাত ঘটে। ওইদিন মধ্যরাতে অচেতন অবস্থায় তিশাকে তার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর এই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

সর্বশেষ ২০ নভেম্বর ডিবি অফিসে গিয়ে  চ্যানেল টোয়েন্টিফোর-এর সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন তানজিন তিশা।

এর আগে তিশা সাংবাদিকদের ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি দেন, আবার সোশ্যাল হ্যান্ডেলে এর জন্য ক্ষমাও প্রার্থনা করেন। সেই ক্ষমা চাওয়ার পোস্টটিও পরবর্তীতে তিশা মুছে ফেলেন। এ নিয়ে ক্ষুব্ধ হন সাংবাদিকরা।

শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

আন্দোলনকারীদের সরাতে লাঠিপেটা নয়, অনুরোধ করবে পুলিশ: ডিএমপি কমিশনার

সড়ক অবরোধ করে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বাহিনীর সদস্যরা কোনো বল প্রযোগ বা লাঠিচার্জ করবে না বলে জানিয়েছেন...

শাবান মাসের চাঁদ দেখা যায়নি, শবে বরাত ১৪ ফেব্রুয়ারি

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে...

পদত্যাগ ইস্যুতে যা বললেন উপদেষ্টা নাহিদ

এবার পদত্যাগ ইস্যুতে মুখ খুলেছেন, অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ‍উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রতিবেদনটি আমার...

লালপুরে ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান

নাটোরের লালপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে শ্রী...

সম্পর্কিত নিউজ

আন্দোলনকারীদের সরাতে লাঠিপেটা নয়, অনুরোধ করবে পুলিশ: ডিএমপি কমিশনার

সড়ক অবরোধ করে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বাহিনীর...

শাবান মাসের চাঁদ দেখা যায়নি, শবে বরাত ১৪ ফেব্রুয়ারি

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (১...

পদত্যাগ ইস্যুতে যা বললেন উপদেষ্টা নাহিদ

এবার পদত্যাগ ইস্যুতে মুখ খুলেছেন, অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ‍উপদেষ্টা নাহিদ ইসলাম।...