বিশ্বকাপের দিন গোণা শুরু হয়ে গেছে। এ উপলক্ষ্যে যখন প্রতিপক্ষ দেশগুলো নিজেদের দল গুছিয়ে নিচ্ছে তখন বাংলাদেশ ক্রিকেট দলে শুরু হয়েছে চরম নাটকীয়তা। সাকিব আল হাসান ও তামিম ইকবাল দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।
দ্বন্দ্বের রেশে তামিম ইকবাল ছাড়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের দল ঘোষণা করেছে বলে গুঞ্জন উঠেছে। সাকিবকে অধিনায়ক রেখে ঘোষিত দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
তামিম ইস্যুতে বলা হয়েছে পুরোপুরি ফিট না হওয়ায় দলে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিমকে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় ১৫ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ জার্সি।
বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় আগামীকাল (বুধবার)। ভারতে অনুষ্ঠিত হবে এই আসর। অন্য দেশগুলো আগেই তাদের দল ঘোষণা করে এরই মধ্যে তাতে কিছু পরিবর্তনও এনেছে। বিপরীতে শেষ মুহূর্তে এসে ঘোষণা করা হয়েছে সাকিব আল হাসানের দল।
দলে দেশ সেরা ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জায়গা হয়নি। ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন এই অভিজ্ঞ ওপেনার। তার জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আছেন বিশ্বকাপের ১৫ জনের দলে। এছাড়া পেস আক্রমণে জায়গা হয়েছে তরুণ তানজিম হাসান সাকিবের।
স্কোয়াডে আরও একটি পরিবর্তন হয়েছে। সহ-অধিনায়ক হিসেবে এতদিন দায়িত্বে ছিলেন লিটন দাস। তার ফর্মহীনতায় এই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্বকাপে সাকিবের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হাসান শান্ত। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হয় তার।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।