ইনজুরির কারণে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ছিটকে গেছেন। গুঞ্জন ওঠেছিলো, এই সুবাদে আবারো সাকিবের কাঁধেই দেয়া হবে অধিনায়কত্বের গুরুদায়িত্ব।
তবে, পুরাতন সেই অধিনায়কের পথে হাঁটছে না বিসিবি। তামিমের জায়গায় ওয়ানডে দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে ওপেনার লিটন দাসকে। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে লিটন দাস ২০২১ সালে একটি টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ ইনজুরিতে থাকায় সেবার দায়িত্বভার পড়েছিল তার কাঁধে। তিনি বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক সময়ে লিটনের ব্যাটও আছে দারুণ ছন্দে। খানিক অন্তর্মুখী স্বভাবের হলেও লিটনকে ভবিষ্যৎ অধিনায়ক ভাবছেন অনেকেই।
বাংলাদেশ আগামী ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে। এরপর ৭ ও ১০ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ। তিনটি ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।