বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, যখন শেখ হাসিনা দেশে স্বৈরশাসন কায়েম করেছিলেন এবং নির্বিচারে মানুষ হত্যা করে গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করা হচ্ছিল, তখন শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে ৫ আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছিল। তিনি আরও বলেন, “আমাদের এখন ব্যক্তি রাজনীতি থেকে বের হয়ে দলীয় রাজনীতির দিকে মনোযোগ দিতে হবে।”
সোমবার (১০ ফেব্রুয়ারি) কর্ণফুলী উপজেলার ক্রসিং চত্বরে দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল-পূর্ব এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মীর হেলাল উদ্দিন বলেন, “নেতা বলেছেন, কোনো ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। আমাদের নেতার কথা শুনে আমাদের কর্মকাণ্ড সাজাতে হবে, যাতে কেউ আমাদের ওপর বিরক্ত না হয়। আমাদের রাজনীতি দেশের উন্নয়ন ও মানুষের জন্য।” তিনি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, “ব্যক্তি বড় নয়, দল বড়, তবে দলের চেয়ে দেশ বড়। আমরা চেষ্টা করব ব্যক্তি রাজনীতি থেকে দলীয় রাজনীতির দিকে ফিরে আসতে।”
তিনি আরো বলেন, “নির্বাচন এক ধরনের পরীক্ষা। যারা পরীক্ষায় ফেলতে ভয় পায়, তারা পরীক্ষার সময় পেছানোর জন্য আন্দোলন করে। বিএনপি ভয় পায় না, তাই আমরা নির্বাচন চাই।”
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়া সভাপতিত্ব করেন, এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহসহ আরও অনেকে।
এ সময় দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।