বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

তিস্তাকে প্রয়োজনে জাতিসংঘের দৃষ্টিতে আনতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিস্তা নদীকে বাঁচাতে প্রয়োজনে জাতিসংঘসহ সবার দৃষ্টি আকর্ষণ করতে হবে। প্রতিবেশী দেশ যদি তিস্তার ন্যায্য হিস্যা দিতে দেরি করে তাহলে নদী পাড়ের মানুষ ও কৃষিকে বাঁচাতে আমাদের আন্তর্জাতিকভাবে সব পথ বেছে নিতে হবে। প্রয়োজনে জাতিসংঘসহ সবার দৃষ্টি আকর্ষণ করতে হবে।

মঙ্গলবার বিকালে তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীপাড়ে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির শেষ দিনে লালমনিরহাট সদরে তিস্তা সেতু এলাকায় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে সকাল ১০টায় ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ ব্যানারে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা সেতু থেকে রংপুরের কাউনিয়া অভিমুখে পদযাত্রা শুরু হয়। পরে কাউনিয়া থেকে পদযাত্রাটি আবার তিস্তা সেতুতে গিয়ে শেষ হয়। বিকালে সমাপনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, তিস্তার পানি বাংলাদেশের মানুষের প্রাপ্য। আজকে সারা পৃথিবীর মানুষ দেখছে উত্তরাঞ্চলের মানুষ তিস্তার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। উত্তরাঞ্চলের মানুষ ভারতকে জানিয়ে দিতে চায়, অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের মানুষের প্রাপ্য।

“অথচ আমরা দেখছি আন্তর্জাতিক আইন অনুযায়ী যে পানি বাংলাদেশের মানুষের প্রাপ্য আজ সেই পানির জন্য উত্তরাঞ্চলের মানুষকে আন্দোলন করতে হচ্ছে। ভারত ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনে অপ্রতিবেশী সুলভ আচরণ করেই চলছে।”

১৯৯২ সালের ব্রাদার কনভেনশন ও ১৯৯৭ সালের পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন বিএনপির শীর্ষ এই নেতা।

তিনি বলেন, “৫০ বছরেও বাংলাদেশের মানুষ ফারাক্কার অভিশাপ থেকে মুক্তি পায়নি। তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এ জন্য প্রতিবেশী দেশ নদীর উজানে গজাল ডোবায় বাঁধ দিয়ে পানি আটকে রাখছে।

“এ কারণে বন্যা-খরায় উত্তরাঞ্চলের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিস্তার বুকে আজ ধু-ধু বালুচর। ভারতের কারণেই উত্তরাঞ্চলের মানুষের আজ এই দুর্দশা।”

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, “৫ অগাস্টের পলাতক একজন স্বৈরাচার বলেছিল, ‘আমরা যা ভারতকে দিয়েছি তা তারা সারাজীবন মনে রাখবে।’ কিন্তু ভারত পলাতক স্বৈরাচারকে আশ্রয় ছাড়া আর কিছুই দেয়নি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন ও জাতীয় নদী রক্ষা কমিশনকে স্বৈরাচারী কায়দায় সম্পূর্ণ অকার্যকর করে রেখেছিল। ফারাক্কা সমস্যার সমাধান হয়নি। এখন পর্যন্ত জনগণের প্রত্যাশিত তিস্তা চুক্তিও হয় নাই। অথচ সব রীতিনীতি ভঙ্গ করে হাসিনা ভারতকে ট্রানজিট দিয়েছিল।

ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে স্বৈরাচার হাসিনা ‘সেবাদাসী’ হিসেবে পরিণত হয়েছিল। বর্তমান বিবেচনায় ভারতের সঙ্গে সব চুক্তি পুনঃবিবেচনা কিংবা পুনর্মূল্যায়ন করা দরকার।”

তিনি বলেন, “একটি দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক স্বার্থ রক্ষা ও ন্যায্যতার ভিত্তিতে। সে কারণে সম্পর্ক রক্ষার জন্য প্রথম স্বার্থ হবে জনগণের স্বার্থ রক্ষা করা। এ কারণে বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ।

“এ কারণে বাংলাদেশের মানুষ কাঁটাতারের বেড়ায় আর ফেলানীর লাশ ঝুলন্ত দেখতে চায় না। সীমান্তে নিরীহ মানুষের রক্তাক্ত মৃতদেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না।”

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করবে বলে জানিয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, আন্তর্জাতিক প্রচেষ্টা ছাড়াও উত্তরাঞ্চলকে মরুকরণের হাত থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনার কোনও বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে জলাধার, নদী খনন ও জিয়ার সেই খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে সোমবার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির ডাক দেয় ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’। এদিন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিস্তা নদীবেষ্টিত পাঁচটি জেলার ১১টি স্থানে একসঙ্গে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি তিস্তা নদীপারের হাজারো বাসিন্দা এতে অংশ নেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’— ছাত্রদল সভাপতির মন্তব্যের নিন্দা

সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতির ‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয়...

ব্রিটেনে মুসলিমবিদ্বেষী অপরাধ রেকর্ড উচ্চতায়: জরিপ

ব্রিটেনে মুসলিমবিদ্বেষ অপরাধ গত বছর রেকর্ড মাত্রায় বেড়েছে। দেশটির মুসলিমবিদ্বেষী অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থা টেল মামা এই তথ্য দিয়েছে। গত এক বছরে মুসলিমবিদ্বেষের প্রায় ৬...

একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে ‘একুশে পদক-২০২৫’ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার...

৪০৮ আরোহী নিয়ে হঠাৎ ভারতে বিমানের অবতরণ!

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)...

সম্পর্কিত নিউজ

‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’— ছাত্রদল সভাপতির মন্তব্যের নিন্দা

সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতির ‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ...

ব্রিটেনে মুসলিমবিদ্বেষী অপরাধ রেকর্ড উচ্চতায়: জরিপ

ব্রিটেনে মুসলিমবিদ্বেষ অপরাধ গত বছর রেকর্ড মাত্রায় বেড়েছে। দেশটির মুসলিমবিদ্বেষী অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থা টেল...

একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে ‘একুশে পদক-২০২৫’ দিয়েছেন অন্তর্বর্তী...
Enable Notifications OK No thanks