তুরস্কের কিছু অংশে সোমবার ৬ দশমিক ৪ মাত্রার একটি নতুন ভূমিকম্পে তিন জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে। আরও অনেক ভবন ধসে পড়েছে, কিছু লোক আটকা পড়েছে, এবং পার্শ্ববর্তী সিরিয়াতেও বেশ কয়েকটি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছে।
সোমবারের ভূমিকম্পটি তুরস্কের হাতায় প্রদেশের ডেফনে শহরে কেন্দ্রীভূত ছিল, যা ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর মধ্যে একটি। এটি সিরিয়া, জর্ডান, সাইপ্রাস, ইসরায়েল ও মিশরের মতো দূরবর্তী অঞ্চলে অনুভূত হয় এবং তারপরে দ্বিতীয় ৫দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, এ ঘটনায় তিনজন নিহত ও ২১৩ জন আহত হয়েছেন। তিনটি ধসে পড়া ভবনে তল্লাশি ও উদ্ধার কাজ চলছে, যেখানে ছয়জন আটকা পড়েছে বলে ধারণা করা হয়।
হ্যাবারতুর্ক টেলিভিশনের খবরে বলা হয়, হাতায় পুলিশ একটি তিনতলা ভবনের ভেতর আটকা পড়া একজনকে উদ্ধার করেছে। খবরে আরও বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নিতে লোকজনকে সহায়তাকারীরাও আটকা পড়েন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পোতে ধ্বংসস্তূপ ধসে ছয়জন আহত হয়েছেন। উত্তর-পশ্চিম সিরিয়ার সিভিল ডিফেন্স সংস্থা হোয়াইট হেলমেটস জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ১৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে, যাদের বেশিরভাগই প্রাণঘাতী নয়।