রাজধানীর তেজগাঁওয়ে দুইদিনের ব্যবধানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি গ্রুপ আবারও মিছিল করেছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে তারা এই মিছিল করে।
জানা গেছে, মিছিলটি দুপুর আনুমানিক ২ টা ৪৫ এর দিকে করা হয়। মিছিলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” “শেখ হাসিনা বীরের বেসে, আসবে ফিরে বাংলাদেশে” “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” ইত্যাদি স্লোগান দিতে থাকে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা।
এ বিষয়ে স্থানীয়রা জানান, তেজগাঁও পুলিশ বিভাগের উড়োজাহাজ চত্বর (জিয়া উদ্যান)হতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের ২৫/৩০ জন একটি ঝটিকা মিছিল শুরু করে খামার বাড়ীর দিকে শেষ করে।
তারা আরও বলেন, মিছিল থেকে তেজগাঁও থানার মনিপুরী পাড়া ৫নম্বর গেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায়।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেইস দ্যা পিপলকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যানার সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মিরাজুল ইসলাম (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসা বাদ সাপেক্ষে গ্রেফতার অভিযান চলমান আছে।
উল্লেখ্য, গেল শুক্রবারে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় হাজারের বেশি নেতাকর্মী নিয়ে মিছিল করতে দেখা যায় নিষিদ্ধ সংগঠনটিকে।