শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

তেহরানের পাল্টা হামলা হবে অনেক ভয়ঙ্কর: ইরান

১৮ জানুয়ারি, ২০২৫

ইরান বলেছে, যদি ইসরায়েল তাদের বিরুদ্ধে হামলা চালায়, তবে তেহরানের পাল্টা হামলা হবে অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। এই হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

তিনি শুক্রবার রাতে ইরানের রাষ্ট্রীয় টিভিতে একটি টক-শোতে এ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ইসরায়েল মার্কিন সরকারের সহায়তা পাচ্ছে, কিন্তু তেহরান এ নিয়ে চিন্তিত নয়। তবে যে কোনো কর্মকাণ্ডেরই একটি প্রতিক্রিয়া থাকে, যা পদার্থবিজ্ঞানের একটি নীতি।

গত ১ অক্টোবর, ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায়, এর ফলে ইসরায়েলের কিছু সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই হামলার ফলে ইসরায়েলি ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষতি হয়, যদিও ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ হামলার ‘ভয়ানক জবাব’ দেওয়ার হুমকি দিলেও, তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

আরাকচি টক-শোতে গত বছরের ৭ অক্টোবর হামাসের আল-আকসা তুফান অভিযানের কথাও উল্লেখ করেন, যা তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার ৮০ বছরের প্রতিশোধ নিতে পরিচালিত হয়েছিল।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ