পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দলের বেড়া পৌরসভার কাউন্সিল অধিবেশনে অস্ত্র নিয়ে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এ ঘটনায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশও কেন্দ্রে পাঠানো হয়েছে।
রোববার রাতে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্যসচিব মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠির অনুলিপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শামসুর রহমান দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন। তাকে বারবার সতর্ক করা হলেও তিনি শৃঙ্খলা লঙ্ঘন অব্যাহত রাখেন। গত ১০ জানুয়ারি বেড়া পৌরসভার কাউন্সিল অধিবেশনে তিনি অস্ত্রসহ উপস্থিত হয়ে কাউন্সিল কার্যক্রমে বাধা সৃষ্টি করেন। এতে শুধু বিশৃঙ্খলাই হয়নি, দলের নেতাকর্মীদের প্রতি তিনি অশোভন আচরণও করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে শামসুর রহমান বলেন, “আমাকে বিধিবহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে অভিযোগ করব।”
অন্যদিকে, জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হয়েছে।”
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।