30 C
Dhaka
Tuesday, April 30, 2024

দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে হামলা চালানো ওই মেম্বার জেলহাজতে

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি শরীয়তপুরের জাজিরা উপজেলায় দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি সদস্য (মেম্বার) নাসির উদ্দিন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার(১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। সময় না থাকায় রিমান্ড শুনানি না করেই আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

অন্য কোনো দিন রিমান্ড শুনানি হবে বলে জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন মজুমদার।

গতকাল সোমবার রাতভর অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নড়িয়া এলাকা থেকে নাসির বেপারীকে গ্রেপ্তার করে জাজিরা থানা পুলিশ।

এর আগে গত শনিবার রাতে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চেরাগ আলী বেপারীকান্দি গ্রামের সৈয়দ তাজুল ইসলামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে দলবল নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য নাসির বেপারী। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

এ ঘটনার পরদিন রোববার ইউপি সদস্য নাসির বেপারীকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাটের মামলায় প্রধান আসামি নাসির উদ্দিন বেপারীকে আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সময় না থাকায় আদালত রিমান্ড শুনানি না করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেন আদালত।

তিনি বলেন, এর আগে আব্দুর রহমান খাঁ নামে এক আসামিকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা।

ভুক্তভোগী সৈয়দ তাজুল ইসলাম বলেন, ‘আমরা নিরীহ মানুষ। আমার চাচা অসচ্ছল ও অসুস্থ হওয়ায় আমি দায়দায়িত্ব নিয়ে চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান আয়োজন করি। সেখানে মেম্বার নাসির বেপারী ও তার লোকজনকে দাওয়াত না দেওয়ায় তারা আমার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমাবাজি করে ভাঙচুর ও লুটপাট করেছে। এ ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করেছি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

সর্বশেষ সংবাদ

হঠাৎই রিকশা থেকে পড়ে কাঁপছিলেন চালক, পুলিশের সেবায় সুস্থ

সারাদেশে তাপপ্রবাহের ফলে অস্বস্তিতে আছে দেশের মানুষ। তাপমাত্রার ভোগান্তি রাজধানীতেও। রেকর্ড তাপমাত্রায় বিপাকে সাধারণ মানুষ। তাদের মধ্যে বেশি বিপাকে দিনমজুর ও রিকশাচালকরা। তপ্ত রোদ...

ববির মেডিকেল সেন্টার:শিক্ষার্থী-কর্মরতদের অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টার নিয়ে শিক্ষার্থী এবং কর্মরতদের অভিযোগের তদন্ত সাপেক্ষে সমাধান করে প্রয়োজনীয় চিকিৎসা আয়োজন নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র...

নেতাকর্মীদের নির্যাতিত দেখিয়ে বিএনপি সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতাকর্মীদের অত্যাচারিত-নির্যাতিত দেখিয়ে বিএনপি ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে। জনগণের জন্য রাজনৈতিক...

ভারতে মসজিদে ঢুকে ইমামকে পিটিয়ে হত্যা

ভারতের রাজ্য রাজস্থানের আজমিরে মসজিদের ভেতরে ঢুকে এক ইমামকে পিটিয়ে হত্যা করেছে মুখোশ পরিহিত অজ্ঞাত তিন দুর্বৃত্ত। শনিবার আজমিরের একটি মসজিদের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা...

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশনা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী

সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষাপ্রতিষ্ঠান...