মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

দানবাক্সের চিরকুটে লেখা ‘ড. ইউনূসকে ৫ বছর চাই’

-বিজ্ঞাপণ-spot_img

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবারও মিলেছে বিপুল পরিমাণ অর্থ। শনিবার সকাল ৭টায় মসজিদের ১১টি দানবাক্স খুলে পাওয়া গেছে ২৮ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং কিছু স্বর্ণালংকার। দানবাক্স খোলার সময় চমক সৃষ্টি করেছে কয়েকটি বেনামি চিরকুট, যার মধ্যে একটি চিরকুটে লেখা ছিল, ‘ড. ইউনূস স্যারকে আরও পাঁচ বছর ক্ষমতায় চাই, সাধারণ জনগণ, আল্লাহ তুমি সহজ করে দাও।’

পাগলা মসজিদের দানবাক্স খোলাকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। প্রশাসনের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দানবাক্সগুলো খোলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

দানের অর্থ গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৪ শতাধিক জনবল। গণনা শেষে পুরো টাকার পরিমাণ নির্ধারণ করে তা রূপালী ব্যাংকে জমা দেওয়া হবে।

উল্লেখ্য, প্রতি তিন থেকে চার মাস অন্তর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা এখানকার দানবাক্সে নিয়মিতভাবে অর্থ, স্বর্ণালংকার, এমনকি বৈদেশিক মুদ্রাও দান করে থাকেন। পাগলা মসজিদ দেশের অন্যতম দানবহুল ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আগের দানবাক্স খোলার সময়ও প্রায় ৫ কোটি টাকার সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল।

তবে এবার পাওয়া চিরকুটটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে প্রশাসনের। ড. ইউনূস স্যার উল্লেখ করে তাতে তাকে ক্ষমতায় চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। এটি নিছক একটি সাধারণ মুসল্লির অনুভব, নাকি এর পেছনে কোনো সাংগঠনিক বা রাজনৈতিক ইঙ্গিত রয়েছে—তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা।


পাগলা মসজিদের প্রশাসন জানিয়েছে, প্রাপ্ত অর্থ মসজিদের উন্নয়ন, এতিমখানা, মাদ্রাসা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, শর্তে রাজি নয় হামাস

দখলদার ইসরায়েলি বাহিনীর টানা হামলার মধ্যেই হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ...

নববর্ষ উদযাপন, পাঁচ বছর পর কুবিতে ফিরল বৈশাখী আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনে 'বাংলা নববর্ষ ১৪৩২' উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করে শিক্ষার্থী,...

‘থার্ড টেম্পল’ নির্মাণের জন্য ‘লাল গরু’ জবাই শুরু!

ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর অতর্কিত হামলা চালায় হামাস। ফলে দীর্ঘ ১৬ মাস ধরে ইসরায়েল-হামাস যুদ্ধ বিদ্যমান। প্রাণহানি ঘটেছে অন্তত ৬৫ হাজার। হামাসের এই...

যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে বন্দিদের মুক্তি দেবে হামাস

গাজা যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে এবং ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হলে সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে বলে জানিয়েছে হামাসের একজন জ্যেষ্ঠ নেতা। সোমবার...

সম্পর্কিত নিউজ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, শর্তে রাজি নয় হামাস

দখলদার ইসরায়েলি বাহিনীর টানা হামলার মধ্যেই হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। সোমবার আল...

নববর্ষ উদযাপন, পাঁচ বছর পর কুবিতে ফিরল বৈশাখী আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনে 'বাংলা নববর্ষ ১৪৩২' উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী...

‘থার্ড টেম্পল’ নির্মাণের জন্য ‘লাল গরু’ জবাই শুরু!

ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর অতর্কিত হামলা চালায় হামাস। ফলে দীর্ঘ ১৬ মাস ধরে...