দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে এক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা নিতেন একজন ছাত্রদল নেতা। একপর্যায়ে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যবসায়ীকে হত্যা এবং তার মেয়েকে অপহরণ করা হবে বলে হুমকির অভিযোগে ওবায়দুল ইসলাম হৃদয়(২৫) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাকে কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযুক্ত আসামীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটক ওবায়দুল ইসলাম হৃদয় দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের হাজী সামাদের বাড়ির মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
হৃদয় দেবিদ্বার পৌর ছাত্রদল শাখার সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও এস এ সরকারী কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ভুক্তভোগী ব্যবসায়ী আমির হোসেন জানান, তিনি কলেজ রোডের উপজেলা পরিষদ গেইটের সামনে কম্পিউটার টাইপিংয়ের ব্যবসা করেন। ৫ আগস্টের পর থেকে ছাত্রদল নেতা ওবায়দুল ও অজ্ঞাত আসামীদের নিয়ে তার কাছে প্রতিদিন ৫ শত টাকা করে চাঁদা দাবি করেন। নিয়মিত টাকা না দিতে পারায় নানাভাবে হুমকি দিত। মোবাইলে মেসেজের মাধ্যমেও হত্যার হুমকি দেওয়া হয়। পরে মাসিক ১৫ হাজার টাকা ধার্য করে দেন ওবায়দুল।
তিনি বলেন, এই ধার্যকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে শুধু হত্যার হুমকিই নয়, অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে অপহরণের হুমকি দেয়।
সেই থেকে নিরাপত্তাহীনতায় মেয়েকে স্কুলে পাঠানো বন্ধ করে দিই। ব্যবসা প্রতিষ্ঠানেও মাঝে মাঝে ভয়ে না আসলে, টাকার জন্য দলবল নিয়ে বাড়িতে গিয়ে রাতে দিনে দরজা- জানালায় পিটিয়ে, গালমন্দ করে আতঙ্ক সৃষ্টি করতে থাকে।
বিষয়টি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সীকে জানালে তার নির্দেশে থানায় মামলা করি।
অভিযুক্ত ওবায়দুল ইসলাম হৃদয় জানান, আমাকে ফাঁসানো হয়েছে। মোবাইলে মেসেজ ও বাড়িতে গিয়ে হুমকির বিষয়ে প্রশ্ন করতে তিনি বলেন, এসব মজা করে করেছি।
এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী জানান, চাঁদাবাজদের সাথে কোন আপোষ নেই, সে যে দলের হোক।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ওবায়দুল নামে এক সাবেক ছাত্রদল নেতা ব্যবসায়ি আমির হোসেনের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করতো। অনেকদিন বিকাশে দাবিকৃত টাকা পরিশোধ করেছে। মাঝে মাঝে টাকা না দিলে নানাভাবে জীবন নাশের হুমকিসহ তার মেয়েকে তুলে নেয়ারও হুমকী দিত। এসব উগ্র বক্তব্যের মেসেজের ও বিকাশে টাকা পাঠানোর মেসেজের স্ক্রীনশর্টগুলো যাচাই-বাছাই করে ওবায়দুলকে আটক করা হয়েছে৷