28 C
Dhaka
Sunday, September 8, 2024

দারুণ ছক্কায় আঘাত পেলেন ভক্ত, আবেগঘন বার্তা তাওহীদ হৃদয়ের

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ দল। বোলিং পর্বে ছিলো মুস্তাফিজ-রিশাদের তাণ্ডব, আর ব্যাট হাতে লিটন-হৃদয়ের দারুণ কম্বিনেশনে জয়টা তুলে নেয় বাংলাদেশ। তবে সহজ সমীকরণ শেষ পর্যন্ত কিছুটা কঠিন হয়ে পড়েছিলো। যদিও দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন সেই মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচে তো জয় পেলো বাংলাদেশ। আনন্দে মেতে উঠেছেন ভক্ত সমর্থকরাও। এখন তবে কথা কিসের। কথা অবশ্য আছে। আজকের ম্যাচের ১২ ওভারে বল হাতে আসেন লঙ্কান অধিনায়ক ওয়াদিন্দু হাসারাঙ্গা। প্রথম বলেই ছক্কা হজম করেন লঙ্কান অধিনায়ক, এরপর টানা আরও দুইটি। আনন্দের মুহূর্তের দ্বিতীয় ছক্কাটি পড়ে এক বাঙালি সমর্থকের পায়ে। ব্যথায় কুঁকড়ে গেলেও দেশের জয়ে হাসিমুখেই ব্যথা ভুলে থাকেন প্রবাসী বাংলাদেশি এই সমর্থক।

এই বিষয়টি খেলা শেষে জানতে পারেন তাওহীদ হৃদয়। তাইতো ভক্তের ব্যথায় দুঃখপ্রকাশ করেন হৃদয়। 

ফেস দ্যা পিপল পাঠকদের জন্য তাওহীদ হৃদয়ের সেই পোস্টটি তুলে ধরা হলো– “ছবিগুলো একজন পাঠালো, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারো রক্ত ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে।

প্রিয় ভাই আমার, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টিশার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো  হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে।”

“কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত…”

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...