মো.সজল মিয়া, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে জখম হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। জেলার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনাটি ঘটে।
শনিবার(১ অক্টোবর) দুপুর ১টায় চিরিরবন্দর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হলে ড্যাফডিল স্কুলের শিক্ষার্থী নাজিমের
ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা নাজিমকে ডাক দেয়। চিরিরবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে আসার পরই ৬/৭ জনের একটি দল তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে৷ এক পর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
এতে গুরুতর আহত অবস্থায় নাজিমের সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত পরীক্ষার্থী নাজিম বলেন, এই কিশোর গ্যাং সদস্যরা প্রায় সময়ই আমার এক বান্ধবীকে উত্যক্ত করতো। সপ্তাহখানেক আগে এ ঘটনা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদের জের ধরেই আজ আমাকে পরিক্ষা কেন্দ্রের বাহিরে ৬/৭ জন ধরে কিল ঘুশি মারে এবং পিঠে ও পায়ে ছুরি দিয়ে জখম করে।
তিনি বলেন, আমার বাম পায়ের হাটুর উপরে দুটি সেলাই ও পিঠে একটি সেলাই দিয়েছে।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, কিশোর গ্যাংয়ের হামলার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।